ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ইডিএফ থেকে ঋণ নেওয়ার সময় বাড়লো

  • আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (রফতানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) থেকে ঋণ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এ তহবিলের বর্ধিত সুবিধায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করতে পারবে ব্যাংক। মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। এছাড়া নতুন এই সার্কুলার অনুযায়ী, এ তহবিল থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে পারবেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) গ্রাহকরা। আগে এর ঋণ সীমা ছিল ২৫ মিলিয়ন মার্কিন ডলার। সার্কুলারে বলা হয়, বিটিএমএ ও বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের বর্ধিত ঋণ সীমা ৩০ মিলিয়ন ডলার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য বলবৎ করা হয়েছে। বিটিএমএ ও বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের ঋণের সীমা কোভিড অতিমারির প্রেক্ষাপটে ২৫ মিলিয়ন ডলার থেকে ৩০ মিলিয়ন মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। একই দিনে জারি করা অপর আরেকটি সার্কুলারে বলা হয়েছে, রফতানি আয় কিংবা সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ইডিএফ ঋণের দায় পরিশোধ করতে হবে। যেসব প্রতিষ্ঠানের অনুকূলে চলতি বছরের ১৯ জুলাই থেকে ছাড়কৃত ইডিএফ ঋণের দায় ঋণ সৃষ্টির মাধ্যমে পরিশোধ করা হবে, সেসব প্রতিষ্ঠান পরবর্তী সময়ে ইডিএফ ঋণ সুবিধা পাবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

ইডিএফ থেকে ঋণ নেওয়ার সময় বাড়লো

আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (রফতানি উন্নয়ন তহবিল বা ইডিএফ) থেকে ঋণ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এ তহবিলের বর্ধিত সুবিধায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করতে পারবে ব্যাংক। মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। এছাড়া নতুন এই সার্কুলার অনুযায়ী, এ তহবিল থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে পারবেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) গ্রাহকরা। আগে এর ঋণ সীমা ছিল ২৫ মিলিয়ন মার্কিন ডলার। সার্কুলারে বলা হয়, বিটিএমএ ও বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের বর্ধিত ঋণ সীমা ৩০ মিলিয়ন ডলার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য বলবৎ করা হয়েছে। বিটিএমএ ও বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফের ঋণের সীমা কোভিড অতিমারির প্রেক্ষাপটে ২৫ মিলিয়ন ডলার থেকে ৩০ মিলিয়ন মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। একই দিনে জারি করা অপর আরেকটি সার্কুলারে বলা হয়েছে, রফতানি আয় কিংবা সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ইডিএফ ঋণের দায় পরিশোধ করতে হবে। যেসব প্রতিষ্ঠানের অনুকূলে চলতি বছরের ১৯ জুলাই থেকে ছাড়কৃত ইডিএফ ঋণের দায় ঋণ সৃষ্টির মাধ্যমে পরিশোধ করা হবে, সেসব প্রতিষ্ঠান পরবর্তী সময়ে ইডিএফ ঋণ সুবিধা পাবে না।