ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

ইটস ওভার’ বলে চলে গেলেন টুইটারের ফরাসী প্রধান

  • আপডেট সময় : ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : টালমাটাল অবস্থায় থাকা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টুইটারের ফরাসী প্রধান দামিয়ঁ ভেই পদত্যাগ করেছেন। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে কর্তৃত্ব যাওয়ার পর নানা ঝড়ঝাপ্টার মধ্য দিয়ে যাওয়া এই সামাজিক মাধ্যমটির জন্য সর্বশেষ আঘাত এটি। ফরাসী ভাষায় টুইটে ভেই লেখেন – “শেষ হয়ে গেল! গর্ব, সম্মান এবং সফল মিশন। বিদায় টুইটার ফ্রান্স। কী এক অ্যাডভেঞ্চার, কী টিম, কী সব চ্যালেঞ্জ! চমৎকার, রুদ্ধশ্বাস সাত বছরের জন্য সবাইকে ধন্যবাদ।”
টুইটের শেষে তিনি ওয়ার্ক হার্ড প্লে হার্ড, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এবং লাভ হোয়্যার ইউ ওয়ার্কড শীর্ষক তিনটি হ্যাশট্যাগ জুড়ে দেন। আলাদা এক মেইলে ভেই পদত্যাগের কথা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। বিদায়কালীন পরিস্থিতি নিয়ে ভেই কোনো মন্তব্য করেননি। ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার আগে বা পরে ফ্রান্স টুইটারের কর্মী সংখ্যা নিয়েও তিনি কোনো তথ্য জানাতে রাজী হননি।
দায়িত্ব ও মালিকানা হাতে নেওয়ার পর এক বার্তায় টুইটার দেউলিয়া হয়ে যেতে পারে বলে জানিয়েছিলেন ইলন মাস্ক। কোম্পানিটিকে টিকিয়ে রাখাকে কারণ দেখিয়ে তিনি এর অর্ধেক কর্মীকে বিদায় করেন। তার আগে বরখাস্ত করেন এর শীর্ষ নেতৃত্বকে। এর পর, অধিক কর্মঘণ্টায় রাজী হতে হবে নইলে পরদিনই প্রতিষ্ঠান ছাড়তে হবে, এমন আল্টিমেটামের পর টুইটারের অবশিষ্ট কর্মীদের এক তৃতীয়াংশও একযোগে পদত্যাগ করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইটস ওভার’ বলে চলে গেলেন টুইটারের ফরাসী প্রধান

আপডেট সময় : ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : টালমাটাল অবস্থায় থাকা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টুইটারের ফরাসী প্রধান দামিয়ঁ ভেই পদত্যাগ করেছেন। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে কর্তৃত্ব যাওয়ার পর নানা ঝড়ঝাপ্টার মধ্য দিয়ে যাওয়া এই সামাজিক মাধ্যমটির জন্য সর্বশেষ আঘাত এটি। ফরাসী ভাষায় টুইটে ভেই লেখেন – “শেষ হয়ে গেল! গর্ব, সম্মান এবং সফল মিশন। বিদায় টুইটার ফ্রান্স। কী এক অ্যাডভেঞ্চার, কী টিম, কী সব চ্যালেঞ্জ! চমৎকার, রুদ্ধশ্বাস সাত বছরের জন্য সবাইকে ধন্যবাদ।”
টুইটের শেষে তিনি ওয়ার্ক হার্ড প্লে হার্ড, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এবং লাভ হোয়্যার ইউ ওয়ার্কড শীর্ষক তিনটি হ্যাশট্যাগ জুড়ে দেন। আলাদা এক মেইলে ভেই পদত্যাগের কথা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। বিদায়কালীন পরিস্থিতি নিয়ে ভেই কোনো মন্তব্য করেননি। ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার আগে বা পরে ফ্রান্স টুইটারের কর্মী সংখ্যা নিয়েও তিনি কোনো তথ্য জানাতে রাজী হননি।
দায়িত্ব ও মালিকানা হাতে নেওয়ার পর এক বার্তায় টুইটার দেউলিয়া হয়ে যেতে পারে বলে জানিয়েছিলেন ইলন মাস্ক। কোম্পানিটিকে টিকিয়ে রাখাকে কারণ দেখিয়ে তিনি এর অর্ধেক কর্মীকে বিদায় করেন। তার আগে বরখাস্ত করেন এর শীর্ষ নেতৃত্বকে। এর পর, অধিক কর্মঘণ্টায় রাজী হতে হবে নইলে পরদিনই প্রতিষ্ঠান ছাড়তে হবে, এমন আল্টিমেটামের পর টুইটারের অবশিষ্ট কর্মীদের এক তৃতীয়াংশও একযোগে পদত্যাগ করেন।