যশোর সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় যশোর-বেনাপোল মহাসড়কের বেনিয়ালীতে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা থেকে গদখালী যাওয়ার পথে মোটরসাইকেলের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মো. জীবন (১৮) ঘটনাস্থলেই মারা যায়। সে যশোর শরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এসময় মোটরসাইকেলের অপর দুই আরোহী মো. নয়ন (২০) ও তৌহিদ হোসেনকে (১৯) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন আবস্থায় তারাও মারা যান। নয়ন মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং তৌহিদ একই এলাকার হাসান মিয়ার ছেলে। নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
জনপ্রিয় সংবাদ