চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়া সার্কিট হাউজ সংলগ্ন ময়দানে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা। গতকাল শনিবার ফরজের নামাজের পর ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা সিরাজুল ইসলামের আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু হয়। পরে সকাল ১০ থেকে আলোচনা শুরু করেন কাকরাইল মসজিদের আরেক মুরুব্বি মাওলানা মাহমুদুল্লাহ। মোহাম্মদ আব্দুল ওদুদ বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ময়দানে এসে সমবেত হচ্ছেন মানুষ। ১০ হাজার মানুষ এ ইজতেমায় অংশগ্রহণ করবেন বলে মনে করছেন ইজতেমার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওদুদ। আগামীকাল সোমবার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।