ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ইজতেমা মাঠ ছাড়বেন না বরুনার পীর

  • আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

সিলেট সংবাদদাতা : সিলেটে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ডাকের দুই দিনের ইজতেমা আয়োজন নিয়ে ধোঁয়াশা কাটছে না। আগামী ১৯ নভেম্বর বিএনপির সমাবেশের কারণে ইজতেমা পেছানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের এই নির্দেশনার পর থেকে মাঠে বসে আছেন আয়োজক সংগঠনের সভাপতি, সিলেটের আলেম মুফতি রশীদুর রহমান ফারুক। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত থেকে ইজতেমাস্থল সিলেটের ট্রাক টার্মিনালের অবস্থান নিয়ে বরুনার পীর দুই দিনের পরিবর্তে চারদিন ব্যাপী ইজতেমার ঘোষণা দেন। এবং মঙ্গলবার রাত থেকে ইজতেমা শুরু করা হলো বলে ঘোষণা দেন। তার এই ঘোষণার পর রাতে সিলেটে শীর্ষ আলেম উলামারা ইজতেমাস্থলে যান। আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭ বছর পুর্তি উপলক্ষে সিলেটে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনের ইজতেমার আয়োজন করেন সংগঠনের সভাপতি আলেম মুফতি রশীদুর রহমান ফারুক। তিনি জানান, সব আয়োজন শেষ হওয়ার কারণে ইজতেমা পেছানোর কোনো সুযোগ নেই। তবে-বরুনার পীরের এই ঘোষণায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে উর্ধ্বতনদের পরবর্তী সিদ্বান্তের অপেক্ষায় রয়েছেন সিলেটের কর্মকর্তারা। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদ্বীপ দাশ জানান, পুলিশের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি বহাল রয়েছে। এ নিয়ে এখনও পরবর্তী নির্দেশনা আসেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইজতেমা মাঠ ছাড়বেন না বরুনার পীর

আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

সিলেট সংবাদদাতা : সিলেটে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ডাকের দুই দিনের ইজতেমা আয়োজন নিয়ে ধোঁয়াশা কাটছে না। আগামী ১৯ নভেম্বর বিএনপির সমাবেশের কারণে ইজতেমা পেছানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের এই নির্দেশনার পর থেকে মাঠে বসে আছেন আয়োজক সংগঠনের সভাপতি, সিলেটের আলেম মুফতি রশীদুর রহমান ফারুক। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত থেকে ইজতেমাস্থল সিলেটের ট্রাক টার্মিনালের অবস্থান নিয়ে বরুনার পীর দুই দিনের পরিবর্তে চারদিন ব্যাপী ইজতেমার ঘোষণা দেন। এবং মঙ্গলবার রাত থেকে ইজতেমা শুরু করা হলো বলে ঘোষণা দেন। তার এই ঘোষণার পর রাতে সিলেটে শীর্ষ আলেম উলামারা ইজতেমাস্থলে যান। আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭ বছর পুর্তি উপলক্ষে সিলেটে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনের ইজতেমার আয়োজন করেন সংগঠনের সভাপতি আলেম মুফতি রশীদুর রহমান ফারুক। তিনি জানান, সব আয়োজন শেষ হওয়ার কারণে ইজতেমা পেছানোর কোনো সুযোগ নেই। তবে-বরুনার পীরের এই ঘোষণায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে উর্ধ্বতনদের পরবর্তী সিদ্বান্তের অপেক্ষায় রয়েছেন সিলেটের কর্মকর্তারা। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদ্বীপ দাশ জানান, পুলিশের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি বহাল রয়েছে। এ নিয়ে এখনও পরবর্তী নির্দেশনা আসেনি।