ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ইছামতির তীরে ভাঙন আতঙ্ক!

  • আপডেট সময় : ০১:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতা : আন্তঃসীমান্ত নদী ইছামতির বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। জানা গেছে, বর্ষায় নদীর পানি বাড়ার সাথে জোয়ারের প্রবলতা বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা বিশ্বাস পাড়া, ভাতশালা-কোমরপুর স্লুইসগেট, সুশীলগাতি, দেবহাটা সদর থেকে বসন্তপুরগামী বেড়িবাঁধ ও নাংলা গাংআটিতে ইছামতি নদীর বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ধসে পড়েছে বেড়িবাঁধের বেশ কয়েকটি অংশ। গত কয়েক দিন ধরে বেড়িবাঁধের এসব অংশে ক্রমশ ফাটল বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে আশ-পাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা। ভাঙন পয়েন্টগুলোতে জরুরিভিত্তিতে কংক্রিটের ব্লক ও বালুভর্তি বস্তা ডাম্পিংয়ের পাশাপাশি নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে নদী পাড়ের বাসিন্দারা জানান, বাঁধ ভাঙার আগে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নিলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কম হয়। কিন্তু পাউবো কর্তৃপক্ষ বেড়িবাঁধ ভেঙে গেলেই কেবল তা মেরামতের কাজ শুরু করে। এখন তাদের কোনো খোঁজ নেই। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে শিগগিরই সীমান্তের ইছামতি নদীর ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আল ফেরদৌস আলফা বলেন, বর্ষা মৌসুমের শুরুতে জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বেড়েছে। ফলে স্বাভাবিক জোয়ারের চেয়ে বর্তমানে নদীতে পানি একটু বেশি। এতে ইছামতি নদীর বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে আমি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত বাঁধ সংস্কারের কাজ করার নির্দেশ দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর উপ বিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস বলেন, ইতোমধ্যে আমরা ভাঙন পয়েন্টগুলো পরিদর্শন করেছি। আপদকালীন কাজ হিসেবে জরুরিভিত্তিতে এসব ভাঙন পয়েন্ট মেরামত করা হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরো ঘটতে পারে: ফখরুল

ইছামতির তীরে ভাঙন আতঙ্ক!

আপডেট সময় : ০১:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাতক্ষীরা সংবাদদাতা : আন্তঃসীমান্ত নদী ইছামতির বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। জানা গেছে, বর্ষায় নদীর পানি বাড়ার সাথে জোয়ারের প্রবলতা বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা বিশ্বাস পাড়া, ভাতশালা-কোমরপুর স্লুইসগেট, সুশীলগাতি, দেবহাটা সদর থেকে বসন্তপুরগামী বেড়িবাঁধ ও নাংলা গাংআটিতে ইছামতি নদীর বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ধসে পড়েছে বেড়িবাঁধের বেশ কয়েকটি অংশ। গত কয়েক দিন ধরে বেড়িবাঁধের এসব অংশে ক্রমশ ফাটল বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে আশ-পাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা। ভাঙন পয়েন্টগুলোতে জরুরিভিত্তিতে কংক্রিটের ব্লক ও বালুভর্তি বস্তা ডাম্পিংয়ের পাশাপাশি নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে নদী পাড়ের বাসিন্দারা জানান, বাঁধ ভাঙার আগে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নিলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কম হয়। কিন্তু পাউবো কর্তৃপক্ষ বেড়িবাঁধ ভেঙে গেলেই কেবল তা মেরামতের কাজ শুরু করে। এখন তাদের কোনো খোঁজ নেই। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে শিগগিরই সীমান্তের ইছামতি নদীর ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আল ফেরদৌস আলফা বলেন, বর্ষা মৌসুমের শুরুতে জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বেড়েছে। ফলে স্বাভাবিক জোয়ারের চেয়ে বর্তমানে নদীতে পানি একটু বেশি। এতে ইছামতি নদীর বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে আমি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত বাঁধ সংস্কারের কাজ করার নির্দেশ দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর উপ বিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস বলেন, ইতোমধ্যে আমরা ভাঙন পয়েন্টগুলো পরিদর্শন করেছি। আপদকালীন কাজ হিসেবে জরুরিভিত্তিতে এসব ভাঙন পয়েন্ট মেরামত করা হবে।