আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডের দক্ষিণাঞ্চলের কুয়েঙ্কা এলাকার ‘এল তুরি’ নামে একটি কারাগারে দুই দল বন্দীর মধ্যে লড়াইয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দশজন। রোববার (৩ এপ্রিল) এ দাঙ্গা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্টের প্রেস সচিব। কারাগারে নিহত ১২জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রসঙ্গত, ইকুয়েডরের ওই কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে অধিক বন্দী থাকার ব্যবস্থা করা হয়েছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কারাগারে এমন দাঙ্গা হয়েছে। এসব কারাগারে মাদক চোরাচালানের মামলায় গ্রেফতারদের রাখা হয়। কারাগারে গ্যাং সম্পর্কিত মারামারিতে শুধুমাত্র ২০২১ সালেই ৩২০ জন বন্দী নিহত হয়েছেন।
জনপ্রিয় সংবাদ