আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে কারাগারের বন্দীদের মধ্যে গোলাগুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। গত বুধবার দেশটির কারাগার কর্তৃপ বিষয়টি জানিয়েছে। দুই মাস আগে চারটি কারাগারে দাঙ্গায় ৭৯ জন নিহতের পর এ ঘটনা ঘটল। গাইকুয়েল শহরের একটি কারাগারের ভেতর সহিংসতায় পাঁচ বন্দী নিহত হয়েছেন। কারাগার কর্তৃপ এক টুইটে জানিয়েছে, এ ঘটনায় ৩৭ বন্দীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে এ কারাগারেও সহিংসতার ঘটনা ঘটেছিল।
ধারণমতার চেয়ে অধিক বন্দীদের থাকতে হয় ইকুয়েডরের কারাগারগুলোতে। এ ছাড়া রয়েছে নিরাপত্তার ঘাটতিও। ফলে বন্দীদের মধ্যে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে। কর্মকর্তারা জানিয়েছেন, গাইকুয়েল কারাগারের পরিস্থিতি এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণ রয়েছে।
গত ফেব্রুয়ারিতে কারাগারে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটে। কারাগারের অপরাধ গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক বন্দী আরেক বন্দীকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে। চারটি কারাগারে নিহত হন ৭৯ জন। দেশটির মানবাধিকার কর্তৃপ জানিয়েছে, গত এক বছরে ইকুয়েডরের কারাগারগুলোতে সহিংসতায় অন্তত ১০৩ জন নিহত হয়েছেন।
ইকুয়েডরে কারাগারে বন্দীদের মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ৫
জনপ্রিয় সংবাদ