অর্থ-বাণিজ্য ডেস্ক : ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের উত্তরা শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) উত্তরার রবীন্দ্র সরণিতে শাখাটি চালু করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন ইউসিবি স্টক ব্রোকারেজের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রহমত পাশা। জানা যায়, উদ্বোধনের পর থেকেই ইউসিবি স্টক ব্রোকারেজ অন্যান্য শাখার মতো এই শাখাতেও সেবা প্রদান করা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।