অর্থ-বাণিজ্য ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সম্প্রতি ওঝঙ/ওঊঈ ২৭০০১ সার্টিফিকেশন লাভ করেছে। ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ওঝঙ ২৭০০১ বিভিন্ন সংস্থাকে তাদের নানাবিধ সম্পদ যেমন আর্থিক তথ্য, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কর্মকর্তাদের বিবরণ বা তৃতীয় পক্ষের তথ্য প্রভৃতির বিষয়ে নিরাপত্তা প্রদান করে। ইউসিবির কর্পোরেট অফিসে কন্ট্রোলকেসের প্রেসিডেন্ট সুরেশ দাদলানি ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরির কাছে স্মারক এবং ওঝঙ ২৭০০১ সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স হস্তান্তর করেন। আরো উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও সৈয়দ ফরিদুল ইসলাম; ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আবদুল্লাহ আল মামুন; ইউসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইটি প্রধান কাশেফ রহমান; কন্ট্রোলকেসের এর স্থানীয় সহযোগী এবং ঈুহবৎমড়হ ওহঃবষরঝুং খরসরঃবফ এর চেয়ারম্যান মারুফ আলম সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।