অর্থনৈতিক প্রতিবেদক : কৃষকদের অ্যাকাউন্ট খুলতে সহায়তা করতে এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের (এএনএল) সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। মঙ্গলবার (১৭ মে) ইউসিবির করপোরেট অফিসে এ চুক্তি সই হয়। চুক্তির আওতায় এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের সঙ্গে নিবন্ধিত কৃষকদের জন্য অ্যাকাউন্ট খুলে দেবে ইউসিবি। ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া ও এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনাজ্জিল রিয়াসাত চুক্তিটি বিনিময় করেন। অন্যদের মধ্যে ইউসিবির এসএমই ব্যাংকিং প্রধান মো. মহসিনুর রহমান, এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের হেড অব বিজনেস বি এম হাসিবুল হাসান, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।