নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন আরিফ কাদরী। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ পদে তাকে নিয়োগ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে তিনি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির এএমডি হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৯৮৪ সালে আরব বাংলাদেশ ব্যাংকে (এবি) যোগদানের মাধ্যমে আরিফ কাদরী তার পেশাগত জীবন শুরু করেন।এবি ব্যাংকের পর, আল-বারাকা, ওয়ান, মেঘনা ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।