ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ইউরো-কোপার ফাইনালে মাঠে থাকবেন ফিফা প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১২:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : একই সময়ে চলছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ও ইউরো কাপ। বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে কোপা আমেরিকার। একইদিন দিবাগত রাত ১টায় হবে ইউরো কাপের ফাইনাল। এ দুই টুর্নামেন্টেরই ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমে মারাকায় দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। পরে ওয়েম্বলিতে যাবেন ইতালি-ইংল্যান্ড ফাইনাল দেখতে। বর্তমান উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের একটি অনুষ্ঠানের জন্য মায়ামিতে রয়েছেন ইনফান্তিনো। সেখান থেকেই ফাইনালের কয়েক ঘণ্টা আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলে যাবেন তিনি।
ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম গ্লোব জানাচ্ছে এ খবর। পরে মারাকানার ফাইনাল দেখে ইংল্যান্ডের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে ইনফান্তিনোর। সেখানে মাঠে বসে দেখবেন ইউরো কাপের ফাইনাল ম্যাচটি। এদিকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেয়ার কথা ভাবছে কনমেবল। এরই মধ্যে প্রত্যেক খেলোয়াড়, অফিসিয়াল ও কর্মকর্তাদেরকে দুজন করে অতিথি মাঠে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। এর বাইরে মারাকানার দর্শক ধারণক্ষমতার ১০ শতাংশ (৭৮০০ জন) দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয়ার কথা ভাবা হচ্ছে। তবে সেগুলো টিকিট বিক্রির মাধ্যমে নয়। বরং স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছাস্বরুপ তাদের আত্মীয় বা ঘনিষ্ঠজনদের অনুমতি দেয়া হতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউরো-কোপার ফাইনালে মাঠে থাকবেন ফিফা প্রেসিডেন্ট

আপডেট সময় : ১২:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : একই সময়ে চলছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ও ইউরো কাপ। বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে কোপা আমেরিকার। একইদিন দিবাগত রাত ১টায় হবে ইউরো কাপের ফাইনাল। এ দুই টুর্নামেন্টেরই ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমে মারাকায় দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। পরে ওয়েম্বলিতে যাবেন ইতালি-ইংল্যান্ড ফাইনাল দেখতে। বর্তমান উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের একটি অনুষ্ঠানের জন্য মায়ামিতে রয়েছেন ইনফান্তিনো। সেখান থেকেই ফাইনালের কয়েক ঘণ্টা আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলে যাবেন তিনি।
ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম গ্লোব জানাচ্ছে এ খবর। পরে মারাকানার ফাইনাল দেখে ইংল্যান্ডের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে ইনফান্তিনোর। সেখানে মাঠে বসে দেখবেন ইউরো কাপের ফাইনাল ম্যাচটি। এদিকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেয়ার কথা ভাবছে কনমেবল। এরই মধ্যে প্রত্যেক খেলোয়াড়, অফিসিয়াল ও কর্মকর্তাদেরকে দুজন করে অতিথি মাঠে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। এর বাইরে মারাকানার দর্শক ধারণক্ষমতার ১০ শতাংশ (৭৮০০ জন) দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয়ার কথা ভাবা হচ্ছে। তবে সেগুলো টিকিট বিক্রির মাধ্যমে নয়। বরং স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছাস্বরুপ তাদের আত্মীয় বা ঘনিষ্ঠজনদের অনুমতি দেয়া হতে পারে।