ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউরো এশিয়া চলচ্চিত্র উৎসবে ‘নির্বাণ’

  • আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ইউরো এশিয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবের সপ্তদশ আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। উৎসবে প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি চূড়ান্ত হয়েছে। রোববার শুরু হওয়া এ উৎসব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছেন ‘নির্বাণ’ পরিচালক আসিফ ইসলাম। উৎসবের ভেন্যু কাজাখস্তান থেকে আসিফ ইসলাম গ্লিটজকে বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম সেটা দারুণ এক অভিজ্ঞতা। আজ উৎসবের দ্বিতীয় দিন ‘নির্বাণ’ সিনেমার প্রদর্শনী রয়েছে। উৎসবে ১১টি দেশের ১১টি সিনেমা প্রতিযোগিতা বিভাগে লড়বে। কাজাখস্তানের মত জায়গায় বাংলাদেশি সিনেমার প্রদর্শন, এই অনুভূতি সত্যিই রোমাঞ্চকর।” চলতি বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতে নেয় ‘নির্বাণ’।
আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। আরও অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথিসহ কয়েকজন। সিনেমার গল্প নিয়ে নির্মাতার ভাষ্য, “‘নির্বাণ’ মানব আবেগের একটি কাব্যিক অন্বেষণ। তিনজন ব্যক্তির শান্তি খোঁজার একটি অসাধারণ যাত্রার ছবি এটি।“ ‘নির্বাণ’ বাংলাদেশে মুক্তি পাবে কবে? আসিফ বলেন, “সিনেমাটি আরও কিছু উৎসবে পাঠানো আছে। সেই জায়গাগুলো ঘুরে এসে আগামী বছরে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।” আসিফের প্রথম কাজ ছিল শিশুতোষ সিনেমা ‘পাঠশালা’, যা তিনি বানিয়েছিলেন যৌথভাবে। এরপরে এককভাবে বানিয়েছেন ‘নির্বাণ’। তার তৃতীয় কাজ ‘যাত্রী’, যেখানে অভিনয় করবেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ঐশী।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউরো এশিয়া চলচ্চিত্র উৎসবে ‘নির্বাণ’

আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: ইউরো এশিয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবের সপ্তদশ আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। উৎসবে প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি চূড়ান্ত হয়েছে। রোববার শুরু হওয়া এ উৎসব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছেন ‘নির্বাণ’ পরিচালক আসিফ ইসলাম। উৎসবের ভেন্যু কাজাখস্তান থেকে আসিফ ইসলাম গ্লিটজকে বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম সেটা দারুণ এক অভিজ্ঞতা। আজ উৎসবের দ্বিতীয় দিন ‘নির্বাণ’ সিনেমার প্রদর্শনী রয়েছে। উৎসবে ১১টি দেশের ১১টি সিনেমা প্রতিযোগিতা বিভাগে লড়বে। কাজাখস্তানের মত জায়গায় বাংলাদেশি সিনেমার প্রদর্শন, এই অনুভূতি সত্যিই রোমাঞ্চকর।” চলতি বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতে নেয় ‘নির্বাণ’।
আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। আরও অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথিসহ কয়েকজন। সিনেমার গল্প নিয়ে নির্মাতার ভাষ্য, “‘নির্বাণ’ মানব আবেগের একটি কাব্যিক অন্বেষণ। তিনজন ব্যক্তির শান্তি খোঁজার একটি অসাধারণ যাত্রার ছবি এটি।“ ‘নির্বাণ’ বাংলাদেশে মুক্তি পাবে কবে? আসিফ বলেন, “সিনেমাটি আরও কিছু উৎসবে পাঠানো আছে। সেই জায়গাগুলো ঘুরে এসে আগামী বছরে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।” আসিফের প্রথম কাজ ছিল শিশুতোষ সিনেমা ‘পাঠশালা’, যা তিনি বানিয়েছিলেন যৌথভাবে। এরপরে এককভাবে বানিয়েছেন ‘নির্বাণ’। তার তৃতীয় কাজ ‘যাত্রী’, যেখানে অভিনয় করবেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ঐশী।