ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইউরোর বাছাইয়ে পর্তুগাল দলে রোনালদো-পেপে

  • আপডেট সময় : ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বয়সের বিবেচনায় গত বিশ্বকাপের পর থেকে কিছুটা অনিশ্চয়তায় ছিল জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদো ও পেপের ভবিষ্যৎ। তবে দুই অভিজ্ঞ খেলোয়াড়কে রেখেই সাজানো হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের পর্তুগাল দল। পর্তুগালের কোচ হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন রবের্তো মার্তিনেস। স্প্যানিশ এই কোচের ২৬ সদস্যের দলে সেই অর্থে নেই কোনো চমক। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আগামী শুক্রবার পর্তুগালের প্রতিপক্ষ লিখটেনস্টাইন। পরের ম্যাচে আগামী ২৭ মার্চ তারা খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে। পর্তুগাল ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলস্কোরার রোনালদোর জন্য গত বিশ্বকাপ ছিল হতাশাজনক। তার দল বিদায় নেয় কোয়ার্টার-ফাইনাল থেকে। আসরে মাত্র এক গোল করা এই মহাতারকা শেষের দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান। ওই সময়ের কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে বনিবনাও ঠিকঠাক হচ্ছিল না বলে সংবাদমাধ্যমে খবর এসেছিল। বিশ্বকাপের পর সান্তোস সরে গেলে তার স্থলাভিষিক্ত হন মার্তিনেস। এরপর তিনি বলেছিলেন, তার পরিকল্পনায় আছেন ৩৮ বছর বয়সী রোনালদো। দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। ৩৯ বছর বয়সী এই ফুটবলারও ছিলেন কাতার বিশ্বকাপের দলে। এছাড়াও দলে ডাক পেয়েছেন বিশ্বকাপ চলাকালীন চোটে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নুনো মেন্দেস ও দানিলো পেরেইরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

ইউরোর বাছাইয়ে পর্তুগাল দলে রোনালদো-পেপে

আপডেট সময় : ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

ক্রীড়া ডেস্ক : বয়সের বিবেচনায় গত বিশ্বকাপের পর থেকে কিছুটা অনিশ্চয়তায় ছিল জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদো ও পেপের ভবিষ্যৎ। তবে দুই অভিজ্ঞ খেলোয়াড়কে রেখেই সাজানো হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের পর্তুগাল দল। পর্তুগালের কোচ হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন রবের্তো মার্তিনেস। স্প্যানিশ এই কোচের ২৬ সদস্যের দলে সেই অর্থে নেই কোনো চমক। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আগামী শুক্রবার পর্তুগালের প্রতিপক্ষ লিখটেনস্টাইন। পরের ম্যাচে আগামী ২৭ মার্চ তারা খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে। পর্তুগাল ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলস্কোরার রোনালদোর জন্য গত বিশ্বকাপ ছিল হতাশাজনক। তার দল বিদায় নেয় কোয়ার্টার-ফাইনাল থেকে। আসরে মাত্র এক গোল করা এই মহাতারকা শেষের দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান। ওই সময়ের কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে বনিবনাও ঠিকঠাক হচ্ছিল না বলে সংবাদমাধ্যমে খবর এসেছিল। বিশ্বকাপের পর সান্তোস সরে গেলে তার স্থলাভিষিক্ত হন মার্তিনেস। এরপর তিনি বলেছিলেন, তার পরিকল্পনায় আছেন ৩৮ বছর বয়সী রোনালদো। দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। ৩৯ বছর বয়সী এই ফুটবলারও ছিলেন কাতার বিশ্বকাপের দলে। এছাড়াও দলে ডাক পেয়েছেন বিশ্বকাপ চলাকালীন চোটে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নুনো মেন্দেস ও দানিলো পেরেইরা।