ক্রীড়া ডেস্ক : হ্যান্সি ফ্লিককে তাদের পরের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করলো জার্মানি। তিন বছরের চুক্তি করেছেন তিনি জাতীয় দলের সঙ্গে। বিশ্বকাপ জয়ী জোয়াকিম লোর স্থলাভিষিক্ত হবেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ। বায়ার্নকে টানা নবম বুন্দেসলিগা শিরোপা জেতানোর পথে ফ্লিক গত মাসে জানান, এই মৌসুম শেষে বাভারিয়ানদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলছেন। ২০২৩ সাল পর্যন্ত চুক্তি ছিল তার ক্লাবটির সঙ্গে। তারও এক মাস আগে ইউরো শেষে জার্মানির সঙ্গে ১৭ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন লো। দুইয়ে দুই চার মিলিয়ে ধারণা করা হয়, ফ্লিকই হতে যাচ্ছেন জার্মানির পরবর্তী কোচ। দেশের জাতীয় দলের কোচ হওয়ার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তিনি, ‘চুক্তিতে সই করলাম, সবকিছু যেন বিস্ময়করভাবে খুব দ্রুত হয়ে গেলো। জাতীয় দলের সঙ্গে কাজ করতে পারবো, আমি খুব খুশি।’ জার্মান ফুটবল ফেডারেশনের জাতীয় দল ও অ্যাকামেডি পরিচালক অলিভার বিয়েরহফ বলেছেন, ‘আমি খুব গর্বিত যে আমরা পরের জাতীয় কোচ হিসেবে হ্যান্সি ফ্লিককে নিযুক্ত করতে পেরেছি।’
ফ্লিকের তিন বছরের চুক্তির মেয়াদ শুরু হবে ১ জুলাই থেকে, ইউরো শেষ হওয়ার পর পর। জাতীয় দলে তার কাজ করার অভিজ্ঞতা হয়েছিল। এই লোর সহকারী হিসেবে ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে কাজ করেছিলেন তিনি। ব্রাজিলে বিশ্বকাপ জয়ের পর ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নেন। ১১ বছর পর ২০১৭ সালে পারস্পরিক সমঝোতা করে ফেডারেশন ছাড়েন। পরে ২০১৯ সালের গ্রীষ্মে বায়ার্নে নিকো কোভাকের কোচিং টিমে যুক্ত হন ৫৬ বছর বয়সী। ওই বছর নভেম্বরে নেন সিনিয়র দলের দায়িত্ব এবং অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে দারুণ দক্ষতা দেখিয়ে তিন বছরের চুক্তি করেন। গত মৌসুমে ট্রেবল সহ সম্ভাব্য সব শিরোপাই জিতে হন উয়েফা বর্ষসেরা কোচ।
ইউরোর পর জার্মানির নতুন কোচ ফ্লিক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ