ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউরোপে ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ১১:২১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে ইউরোপে বাড়তি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছেন বিবিসি। এদিকে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।
পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে ২০০০ সেনা পাঠানো হবে পোল্যান্ড এবং জার্মানিতে। এছাড়া জার্মানিতে মোতায়েন থাকা ১ হাজার সেনাকে রুমানিয়াতে পাঠানো হবে।
জো বাইডেন প্রশাসনের সেনা মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে রাশিয়ার সহকারী পররাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, এই সিদ্ধান্ত ধ্বংসাত্মক’ এবং অযৌক্তিক।
এদিকে পেন্টাগন থেকে জানানো হয়েছে, ইউরোপে মোতায়েন হতে যাওয়া সেনারা ইউক্রেনের পক্ষে লড়াইয়ে অংশ নেবে না। মূলতা তারা সেখানে যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষার কাজ করবে।
এর আগে গত মাসের শেষের দিেেকইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইউক্রেনে স্বল্প সময়ের মধ্যে সাড়ে ৮ হাজার সেনা মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
গত কয়েক মাস ধরেই ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দিয়েছে। মস্কো ইতোমধ্যে পূর্ব ইউরোপে দেশটির সীমান্তে সেনা, ক্ষেপণাস্ত্র ও ভারী গোলাবারুদ মোতায়েন করেছে বলে দাবি করে আসছে পশ্চিমারা। তবে ইউক্রেন হামলার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছে রাশিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউরোপে ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:২১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে ইউরোপে বাড়তি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছেন বিবিসি। এদিকে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।
পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে ২০০০ সেনা পাঠানো হবে পোল্যান্ড এবং জার্মানিতে। এছাড়া জার্মানিতে মোতায়েন থাকা ১ হাজার সেনাকে রুমানিয়াতে পাঠানো হবে।
জো বাইডেন প্রশাসনের সেনা মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে রাশিয়ার সহকারী পররাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, এই সিদ্ধান্ত ধ্বংসাত্মক’ এবং অযৌক্তিক।
এদিকে পেন্টাগন থেকে জানানো হয়েছে, ইউরোপে মোতায়েন হতে যাওয়া সেনারা ইউক্রেনের পক্ষে লড়াইয়ে অংশ নেবে না। মূলতা তারা সেখানে যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষার কাজ করবে।
এর আগে গত মাসের শেষের দিেেকইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইউক্রেনে স্বল্প সময়ের মধ্যে সাড়ে ৮ হাজার সেনা মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
গত কয়েক মাস ধরেই ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দিয়েছে। মস্কো ইতোমধ্যে পূর্ব ইউরোপে দেশটির সীমান্তে সেনা, ক্ষেপণাস্ত্র ও ভারী গোলাবারুদ মোতায়েন করেছে বলে দাবি করে আসছে পশ্চিমারা। তবে ইউক্রেন হামলার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছে রাশিয়া।