ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ইউরোপে রুশ কূটনীতিকদের বহিষ্কারের হিড়িক

  • আপডেট সময় : ০২:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের কয়েকটি দেশ গুপ্তচরবৃত্তি ও ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ কূটনীতিকদের বহিষ্কার করছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও ডেনমার্ক রাশিয়ার কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। গতকাল মঙ্গলবার ডেনমার্ক জানায়, তারা কূটনৈতিক পরিচয়ে অবস্থান করা ১৫ জন রুশ গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করা হবে। তাদেরকে ডেনমার্ক ত্যাগের জন্য ১৪ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। একই দিনে ইতালি নিরাপত্তা উদ্বেগে ৩০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইয়ো এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স জানায়, মঙ্গলবার রুশ রাষ্ট্রদূতকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এসময় তাকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি অবহিত করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস জানায়, ইতালির বিরুদ্ধে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা। এর আগে সোমবার ফ্রান্স ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। জার্মানিও উল্লেখযোগ্য সংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে রুল

ইউরোপে রুশ কূটনীতিকদের বহিষ্কারের হিড়িক

আপডেট সময় : ০২:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের কয়েকটি দেশ গুপ্তচরবৃত্তি ও ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ কূটনীতিকদের বহিষ্কার করছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও ডেনমার্ক রাশিয়ার কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। গতকাল মঙ্গলবার ডেনমার্ক জানায়, তারা কূটনৈতিক পরিচয়ে অবস্থান করা ১৫ জন রুশ গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করা হবে। তাদেরকে ডেনমার্ক ত্যাগের জন্য ১৪ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। একই দিনে ইতালি নিরাপত্তা উদ্বেগে ৩০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইয়ো এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স জানায়, মঙ্গলবার রুশ রাষ্ট্রদূতকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এসময় তাকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি অবহিত করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস জানায়, ইতালির বিরুদ্ধে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা। এর আগে সোমবার ফ্রান্স ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। জার্মানিও উল্লেখযোগ্য সংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে