ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

ইউরোপে ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত ‘অ্যাশেজ’

  • আপডেট সময় : ১২:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দুই বছর বিরতির পর ফের ইউরোপ সফরে গেছে জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। এবার নেদারল্যান্ডস ও ফ্রান্সে গানে-আড্ডায় প্রবাসীদের মাতিয়ে তুলছে ব্যান্ডটি। গত ১৯ মে ফ্রান্সের প্যারিসে হয় অ্যাশেজের কনসার্ট। সেখানে ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত ব্যান্ডটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্যারিস থেকে অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, “আমাদের গান শুনতে সুদূর লন্ডন, বেলজিয়াম, বার্সেলোনা ও পর্তুগাল থেকে ছুটে এসেছেন দর্শকরা। কনসার্টের ভেন্যুতে জায়গা কম থাকার কারণে অনেকে বাইরে অবস্থান করেছিল। “আমাদের সঙ্গে দেখা করা, কথা বলার জন্য অপেক্ষায় ছিল। এমনকি তাদের অনেকেই হোটেল বুকিং না দিয়েই কনসার্ট দেখতে এসেছিলেন। কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম রাতে কোথায় থাকবে। তারা জানায়, এয়ারপোর্টেই অপেক্ষা করবে। সকালের ফ্লাইটে ফিরে যাবে। এ বিষয়গুলো আমাদের অবাক করেছিল। বিদেশের মাটিতে বাংলা গান শোনার জন্য তাদের এই আগ্রহ-পাগলামি সারাজীবন মনে থাকবে।”
বছর দুয়েক আগে প্রথম ইউরোপ ট্যুরে গিয়েছিল ব্যান্ড ‘অ্যাশেজ’। একসঙ্গে তিন দেশ নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সে কনসার্ট করেছিল ব্যান্ডটি। ইভান জানান, এবার নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক আমন্ত্রণে গত ১৩ মে দেশটিতে যান তারা। সেখানে রাষ্ট্রদূতের সঙ্গেও তাদের সাক্ষাত হয়। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো ইউরোপে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। আগামী বছর পর্তুগাল, ইতালি ও ফ্রান্সে বেশ কয়েকটি কনসার্টের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলেও জানান ইভান। ২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে মুক্তি পায় প্রথম গান ‘হীন’। গান, স্টেজ পারফরম্যান্স দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে অ্যাশেজ। ২০১৪ সালে এ ব্যান্ড নিয়ে আসে তাদের প্রথম অ্যালবাম ‘ছাড়পোকা’। অ্যাশেজের প্রধান ভোকাল জুনায়েদ ইভান, অন্য সদস্যরা হলেন তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ইউরোপে ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত ‘অ্যাশেজ’

আপডেট সময় : ১২:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

বিনোদন ডেস্ক: দুই বছর বিরতির পর ফের ইউরোপ সফরে গেছে জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। এবার নেদারল্যান্ডস ও ফ্রান্সে গানে-আড্ডায় প্রবাসীদের মাতিয়ে তুলছে ব্যান্ডটি। গত ১৯ মে ফ্রান্সের প্যারিসে হয় অ্যাশেজের কনসার্ট। সেখানে ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত ব্যান্ডটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্যারিস থেকে অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, “আমাদের গান শুনতে সুদূর লন্ডন, বেলজিয়াম, বার্সেলোনা ও পর্তুগাল থেকে ছুটে এসেছেন দর্শকরা। কনসার্টের ভেন্যুতে জায়গা কম থাকার কারণে অনেকে বাইরে অবস্থান করেছিল। “আমাদের সঙ্গে দেখা করা, কথা বলার জন্য অপেক্ষায় ছিল। এমনকি তাদের অনেকেই হোটেল বুকিং না দিয়েই কনসার্ট দেখতে এসেছিলেন। কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম রাতে কোথায় থাকবে। তারা জানায়, এয়ারপোর্টেই অপেক্ষা করবে। সকালের ফ্লাইটে ফিরে যাবে। এ বিষয়গুলো আমাদের অবাক করেছিল। বিদেশের মাটিতে বাংলা গান শোনার জন্য তাদের এই আগ্রহ-পাগলামি সারাজীবন মনে থাকবে।”
বছর দুয়েক আগে প্রথম ইউরোপ ট্যুরে গিয়েছিল ব্যান্ড ‘অ্যাশেজ’। একসঙ্গে তিন দেশ নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সে কনসার্ট করেছিল ব্যান্ডটি। ইভান জানান, এবার নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক আমন্ত্রণে গত ১৩ মে দেশটিতে যান তারা। সেখানে রাষ্ট্রদূতের সঙ্গেও তাদের সাক্ষাত হয়। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো ইউরোপে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। আগামী বছর পর্তুগাল, ইতালি ও ফ্রান্সে বেশ কয়েকটি কনসার্টের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলেও জানান ইভান। ২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে মুক্তি পায় প্রথম গান ‘হীন’। গান, স্টেজ পারফরম্যান্স দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে অ্যাশেজ। ২০১৪ সালে এ ব্যান্ড নিয়ে আসে তাদের প্রথম অ্যালবাম ‘ছাড়পোকা’। অ্যাশেজের প্রধান ভোকাল জুনায়েদ ইভান, অন্য সদস্যরা হলেন তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।