নারী ও শিশু ডেস্ক: বাংলাদেশে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা শেষ করে ইউরোপে নগর জলবায়ু ও টেকসই উন্নয়ন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন রাবেয়া বেগম। বর্তমানে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো সিটি কাউন্সিলের টেকসই পরিবহন বিভাগে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন। চাঁদপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই তরুণী এখন ইউরোপের একটি গুরুত্বপূর্ণ নগর ব্যবস্থাপনায় সরাসরি অবদান রাখছেন।
গ্লাসগো সিটি কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে নগরবাসীর ভ্রমণসংক্রান্ত আচরণে পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। স্থানীয় দাতব্য সংস্থাগুলোর কাছ থেকে আসা প্রায় ২০টি প্রস্তাব নিয়ে দীর্ঘ বিতর্কের পর কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে সিটি কাউন্সিলের টেকসই পরিবহন বিভাগের গ্রুপ ম্যানেজার ঘোষণা দেন- দুই দিনের মধ্যে ১০টি কার্যকর ও বাস্তবায়নযোগ্য প্রস্তাব চূড়ান্ত করে উপস্থাপন করবেন রাবেয়া বেগম। আর সেগুলোর বাস্তবায়নও হবে তার তত্ত্বাবধানে।
নির্ধারিত সময়ের মধ্যেই রাবেয়া নগরবাসীর জন্য সময়োপযোগী ও কল্যাণমূলক ১০টি প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে ছিল শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য সাইকেল চালানো শেখানো, সাইকেল মেরামতের প্রশিক্ষণ, অনুপযোগী সাইকেল মেরামত করে ব্যবহারের উপযোগী করা এবং নিরাপদ সাইকেল ব্যবহারে সচেতনতা তৈরি। এসব প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নের দায়িত্বও পান। দায়িত্ব পাওয়ার কয়েক মাস আগেই গ্লাসগো সিটি কাউন্সিলে টেকনিশিয়ান হিসেবে যোগ দেন রাবেয়া। নতুন দায়িত্ব হাতে পেয়ে দ্রুতই কাজে ঝাঁপিয়ে পড়েন তিনি।
চাঁদপুরের একটি বিদ্যুৎবিহীন ছোট গ্রামে বেড়ে ওঠা রাবেয়ার শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুলে। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ঢাকার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। পরে পরিবেশবিজ্ঞানে পড়তে ভর্তি হন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে। সেখান থেকে পূর্ণ বৃত্তিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর কয়েক বছর একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন রাবেয়াকে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে উদ্বুদ্ধ করে। এই বৃত্তির আওতায় তিনি ইউরোপে পড়াশোনার সুযোগ পান। গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি (স্কটল্যান্ড), ল্যাব ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স (ফিনল্যান্ড) এবং ইউনিভার্সিটি অব হোয়েলভা (স্পেন) থেকে আরবান ক্লাইমেট অ্যান্ড সাসটেইনেবিলিটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রাবেয়া। পড়াশোনা শেষে সরাসরি যোগ দেন গ্লাসগো সিটি কাউন্সিলে।
রাবেয়ার নেতৃত্বে পরিচালিত প্রকল্পগুলোর মাধ্যমে গ্লাসগো নগরবাসীর ভ্রমণ আচরণে ইতিবাচক পরিবর্তন আসছে। গ্লাসগো সিটি কাউন্সিল হাঁটা ও সাইক্লিংকে উৎসাহিত করে পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে চায়। এতে বায়ুদূষণ, যানজট ও সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যও উন্নত হচ্ছে। এ ছাড়া নগরবাসীর জন্য নিরাপদ সাইকেল স্টোরেজ ব্যবস্থা, সাইকেল চলাচলের উপযোগী রাস্তা চিহ্নিতকরণ এবং জিআইএস প্রযুক্তির মাধ্যমে নিরাপদ সাইকেল রুটের মানচিত্র তৈরির কাজেও যুক্ত রয়েছেন রাবেয়া। এসব উদ্যোগ নগরজীবনে টেকসই ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে আরো শক্তিশালী করছে।
আজকের প্রত্যাশা/কেএমএএ


























