আন্তর্জাতিক ডেস্ক : ইউরেনিয়াম সমৃদ্ধকরণে চুক্তির বেধে দেওয়া মাত্রার চেয়ে ১২০ কিলোগ্রাম বেশি তৈরি করেছে ইরান। ইরানের ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ৮৪.৩ কিলোগ্রাম।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সেপ্টেম্বরের রিপোর্টে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ইউরেনিয়াম মজুদ করছে ইরান। এর আগে মে মাসের রিপোর্টে এই পরিমাণ ছিল ৬২.৮ কিলোগ্রাম।
দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ১২০ কিলোগ্রাম ছাড়িয়েছি। এটি হিসাবের চেয়েও বেশি আছে। আমাদের ২০ শতাংশ সমৃদ্ধ ১২০ কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম। পরমাণু সংস্থার প্রধান বলেন, আমাদের জনগণ ভালোভাবে জানেন তারা (পশ্চিমা শক্তি) তেহরানের পরমাণু চুল্লিতে ব্যবহারের জন্য ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলেও কথা রাখেনি। ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ না করা হলে স্বাভাবিকভাবে তেহরান চুল্লিতে জ্বালানির সংকট দেখা দেবে।
বিশ্ব শক্তির সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা ৩.৬৭ এর মধ্যে রাখার কথা, এই ইউরেনিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা যায়। তবে পরমাণু অস্ত্রের জন্য ইউরেনিয়াম ৯০ শতাংশের বেশি সমৃদ্ধ করতে হয়।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ১২০ কিলোগ্রাম ছাড়িয়ে ইরান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ