ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ইউরিক অ্যাসিড বেড়েছে? যেসব উপসর্গে সতর্ক হবেন

  • আপডেট সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: নানা কারণে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘হাইপারইউরিসেমিয়া’। গাঁটে গাঁটে যন্ত্রণা হওয়ার সবচেয়ে বড় কারণ এই ইউরিক অ্যাসিডের মাত্রাবৃদ্ধি। মূলত হাড় ও কিডনির উপরেই ইউরিক অ্যাসিড বেশি প্রভাব ফেলে। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ সম্পর্কে অনেকেরই তেমন ধারণা নেই। এই রোগে আক্রান্ত হয়েছেন কি না, কী করে বুঝবেন? রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ঘন ঘন প্রস্রাব পায়। এ ছাড়া প্রস্রাবের সঙ্গে রক্তপাতও হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও থাকতে পারে। প্রস্রাবের সময় জ্বালা করতে পারে। এ ছাড়া, প্রস্রাবে বিকট গন্ধও এই রোগের উপসর্গ হতে পারে। পিঠের নীচের দিকে, তলপেটে অথবা কুঁচকিতে ব্যথা হতে পারে। তাই এমন উপসর্গ দেখলেও সতর্ক হতে হবে। এ ছাড়া ত্বক রুক্ষ হয়ে যাওয়া, সারা ক্ষণ ক্লান্তি ভাব, বমি বমি ভাব, বার বার ঢেকুর তোলা, পেশিতে ঘন ঘন ক্র্যাম্প ধরাও শরীরে ইউরিক অ্যাসিড বৃদ্ধির উপসর্গ হতে পারে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউরিক অ্যাসিড বেড়েছে? যেসব উপসর্গে সতর্ক হবেন

আপডেট সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: নানা কারণে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘হাইপারইউরিসেমিয়া’। গাঁটে গাঁটে যন্ত্রণা হওয়ার সবচেয়ে বড় কারণ এই ইউরিক অ্যাসিডের মাত্রাবৃদ্ধি। মূলত হাড় ও কিডনির উপরেই ইউরিক অ্যাসিড বেশি প্রভাব ফেলে। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ সম্পর্কে অনেকেরই তেমন ধারণা নেই। এই রোগে আক্রান্ত হয়েছেন কি না, কী করে বুঝবেন? রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ঘন ঘন প্রস্রাব পায়। এ ছাড়া প্রস্রাবের সঙ্গে রক্তপাতও হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও থাকতে পারে। প্রস্রাবের সময় জ্বালা করতে পারে। এ ছাড়া, প্রস্রাবে বিকট গন্ধও এই রোগের উপসর্গ হতে পারে। পিঠের নীচের দিকে, তলপেটে অথবা কুঁচকিতে ব্যথা হতে পারে। তাই এমন উপসর্গ দেখলেও সতর্ক হতে হবে। এ ছাড়া ত্বক রুক্ষ হয়ে যাওয়া, সারা ক্ষণ ক্লান্তি ভাব, বমি বমি ভাব, বার বার ঢেকুর তোলা, পেশিতে ঘন ঘন ক্র্যাম্প ধরাও শরীরে ইউরিক অ্যাসিড বৃদ্ধির উপসর্গ হতে পারে।