অর্থ-বাণিজ্য ডেস্ক : বিশিষ্ট উদ্যোক্তা এবং ইউনিকর্ন গ্রুপ ও থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল হুমায়ূন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। বুধবার দিনগত রাত ৯টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি পোস্ট কোভিড জটিলতায় ভুগছিলেন। তার নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার জোহরের পর বারিধারা পার্কসাইড মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি তার মা, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার ইউনিকর্ন গ্রুপ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।