প্রযুক্তি ডেস্ক : টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সঙ্গে তাল মিলিয়ে এখন ইউটিউবও ইউজার হ্যান্ডল আনার উদ্যোগ নিয়েছে। রেওয়াজমাফিক প্ল্যাটফর্মটিতে ‘@’-এর মাধ্যমে ব্যবহার করা যাবে নিজ নামের ‘হ্যান্ডল’। অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এর প্রচলন থাকলেও ইউটিউব এতদিন এটি চালু করেনি।
গত সোমবারের ঘোষণা অনুযায়ী, প্রত্যেক ইউটিউব ব্যবহারকারীই পাবেন একটি বিশেষ হ্যান্ডল, যা ‘চ্যানেল পেইজ’ ও ‘শর্টস’সহ পুরো প্ল্যাটফর্ম জুড়েই ব্যবহার করা যাবে। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্মের কমেন্ট সেকশন, ভিডিও বর্ণনা ও টাইটেলসহ বেশ কিছু জায়গায় হ্যান্ডল ব্যবহার করে অন্যদের মেনশন করতে পারবেন ব্যবহারকারী।
ইউটিউব বলছে, এতে কনটেন্ট নির্মাতা সহজেই দর্শকদের কাছে পৌঁছাতে পারবেন, নিজেকে আরও দৃশ্যমান করে তুলতে পারবেন তারা। “আমরা এটি নিশ্চিত করতে চাই যে নির্মাতারা যেন তাদের কনটেন্টের মতোই নিজস্ব একটি বিশেষ পরিচয় বানাতে পারেন, যেখানে দর্শক এই ভরসা পাবেন যে, তিনি তার পছন্দের নির্মাতার সঙ্গেই যোগাযোগ করছেন।” –ব্লগপোস্টে বলেছে ইউটিউব।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতার চ্যানেলের নাম এখনও থাকবে, তবে বিশেষ হ্যান্ডল থাকায় সম্ভাব্য ছদ্মবেশি অ্যাকাউন্ট ছেঁটে ফেলা যাবে। এ সপ্তাহ থেকে ধীরে ধীরে নতুন এই হ্যান্ডল চালু করবে ইউটিউব। ব্যবহারকারীরা জানতে পারবেন কখন তারা নিজের হ্যান্ডল বাছাই করতে পারবেন। এর মানে হচ্ছে, অনেকেই অন্যদের চেয়ে আগে হ্যান্ডল বাছাইয়ের সুযোগ পাবেন। কোনো ব্যবহারকারী এরইমধ্যে ‘পারসোনালাইজড ইউআরএল’ বানিয়ে ফেললে, সেটিই তার ডিফল্ট হ্যান্ডল হবে। পরে এটি বদলানোর সুযোগ পাবেন তিনি। ইউটিউব বলছে, প্ল্যাটফর্মটিতে সামগ্রিক উপস্থিতি, গ্রাহক সংখ্যা ও চ্যানেলটি সক্রিয় কি না, এমন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে আগেপরে নোটিফিকেশন পাবেন ব্যবহারকারীরা। তাদের দাবি, একটি হ্যান্ডল সেই সব নির্মাতার জন্য সহায়ক হতে পারে, যারা এখনও ইউটিউব প্ল্যাটফর্মে নেই বা যাদের অ্যাকাউন্ট তেমন সক্রিয় নয়। একটি কাস্টম ইউআরএল তৈরি করতে ব্যবহারকারীর চ্যানেলে সাধারণত একশ বা এর বেশি গ্রাহক থাকতে হয়। গুগল সাপোর্ট পেইজের এক নোটিশ বলছে, ইউআরএল বাছাই, পরিবর্তন ও মোছার সুবিধা আপাতত স্থগিত আছে।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্মে হ্যান্ডল সুবিধা সংযোজনের কারণে টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় আরও এগিয়ে গেলো ইউটিউব। কারণ, এরইমধ্যে শর্টস-এর পেছনে দ্বিগুণ বিনিয়োগ করছে কোম্পানিটি।
সেপ্টেম্বর মাসে শর্টসে মনিটাইজেশন সুবিধা আনার ঘোষণা দেয় ইউটিউব, যেখানে বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ পান নির্মাতা। এ ছাড়া, টিকটকের সঙ্গে পাল্লা দিতে গত কয়েক মাসে শর্টসে জলছাপসহ স্বল্পদৈর্ঘ্যের ক্লিপে দীর্ঘ ভিডিও ব্যবহার করার টুলের মতো বেশ কিছু আপডেট যোগ করেছে কোম্পানিটি।
ইউটিউব ব্যবহারকারীদের জন্য আসছে ‘অ্যাকাউন্ট হ্যান্ডল’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ