বিনোদন ডেস্ক : অন্য সব তারকার মতো ইউটিউবে নিজের নামে চ্যানেল খুললেন জয়া আহসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন দুই বাংলার নন্দিত এই শিল্পী।
এ ঘোষণার সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছেন জয়া। মজার বিষয় হলো, পোস্ট করা ছবিটি নগরবাউল জেমসের তোলা। প্রিয় তারকা জেমসকে ধন্যবাদ জানিয়ে জয়া লিখেন—‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাইকে।’
জয়া আহসানের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইবার সংখ্যা ১৯০০। ঘোষণার সময়ে জয়া জানান, এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর ভিডিও পোস্ট করবেন তিনি।
জয়া আহসান বলেন—‘ইউটিউবে নিয়মিত কিছু দিতে পারব তা কিন্তু নয়। অর্থবহ কিছু হলে তবেই দেব। আমি যেহেতু কিছু ইস্যু নিয়ে কাজ করি, সেসব বিষয়গুলো আরো কিছু মানুষের কাছে পৌঁছানো দরকার। আর সেই ভাবনা থেকে চ্যানেল খোলার ভাবনা।’
ইউটিউবে জয়া, জেমসকে ধন্যবাদ
ট্যাগস :
ইউটিউবে জয়া
জনপ্রিয় সংবাদ