ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ইউক্রেন সংকটের ‘ঐতিহাসিক সমাধানের’ আশা ম্যাক্রোঁর

  • আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ‘ঐতিহাসিক সমাধান’ দিতে পারেন বলে বিশ্বাস ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র। পূর্ব ইউরোপের সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানে সোমবার মস্কোর উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
গত রোববার স্থানীয় ফরাসি সংবামাধ্যম জার্নাল ডু দিমাঞ্চ-কে বলেন, রাশিয়ার উদ্দেশ্য ইউক্রেন নয় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কিছু নিয়মের স্পষ্ট করা। ম্যাক্রোঁ আশা করেন, পুতিনের সঙ্গে সংলাপের মাধ্যমে আসন্ন সামরিক সংঘাত রোধ করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, সীমান্তে সংঘাত বন্ধের শর্তাবলী নিয়ে আলোচনা করবো। তবে আমাদের খুব বাস্তববাদী হতে হবে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থামানো অপরিহার্য হয়ে উঠেছে।
গত সপ্তাহে পশ্চিমা মিত্র, পুতিন ও ইউক্রেনের নেতার সঙ্গে ধারাবাহিক ফোনালাপ করেছেন ম্যাক্রোঁ। সোমবার পুতিনের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার তিনি ইউক্রেন সফর করবেন। তার এই কূটনৈতিক মিশন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি যদি খালি হাতে ফিরেন তাহলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। ইউরোপীয় দেশগুলোর সুরক্ষা ও রাশিয়াকে শান্ত করতে নতুন ভারসাম্যের ডাক দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইউক্রেন সংকটের ‘ঐতিহাসিক সমাধানের’ আশা ম্যাক্রোঁর

আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ‘ঐতিহাসিক সমাধান’ দিতে পারেন বলে বিশ্বাস ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র। পূর্ব ইউরোপের সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানে সোমবার মস্কোর উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
গত রোববার স্থানীয় ফরাসি সংবামাধ্যম জার্নাল ডু দিমাঞ্চ-কে বলেন, রাশিয়ার উদ্দেশ্য ইউক্রেন নয় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কিছু নিয়মের স্পষ্ট করা। ম্যাক্রোঁ আশা করেন, পুতিনের সঙ্গে সংলাপের মাধ্যমে আসন্ন সামরিক সংঘাত রোধ করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, সীমান্তে সংঘাত বন্ধের শর্তাবলী নিয়ে আলোচনা করবো। তবে আমাদের খুব বাস্তববাদী হতে হবে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থামানো অপরিহার্য হয়ে উঠেছে।
গত সপ্তাহে পশ্চিমা মিত্র, পুতিন ও ইউক্রেনের নেতার সঙ্গে ধারাবাহিক ফোনালাপ করেছেন ম্যাক্রোঁ। সোমবার পুতিনের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার তিনি ইউক্রেন সফর করবেন। তার এই কূটনৈতিক মিশন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি যদি খালি হাতে ফিরেন তাহলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। ইউরোপীয় দেশগুলোর সুরক্ষা ও রাশিয়াকে শান্ত করতে নতুন ভারসাম্যের ডাক দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।