ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ইউক্রেন নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন বাইডেন

  • আপডেট সময় : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপের জন্য অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। এর জন্য সোমবার দিন নির্ধারণ করেছিলেন পুতিন। তবে বাইডেন এর আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চেয়েছেন। শনিবার বাইডেন ও পুতিন টেলিফোনে আলাপ করবেন। গত মাসে ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা জড়ো করে রাশিয়া। এর জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। শুক্রবার স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইউক্রেন সীমান্তে নতুন করে আরও সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক চলাকালেও এই হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউক্রেন নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন বাইডেন

আপডেট সময় : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপের জন্য অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। এর জন্য সোমবার দিন নির্ধারণ করেছিলেন পুতিন। তবে বাইডেন এর আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চেয়েছেন। শনিবার বাইডেন ও পুতিন টেলিফোনে আলাপ করবেন। গত মাসে ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা জড়ো করে রাশিয়া। এর জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। শুক্রবার স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইউক্রেন সীমান্তে নতুন করে আরও সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক চলাকালেও এই হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।