আন্তর্জাতিক ডেস্ক : উক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে। ক্রেমলিন ও ওয়াশিংটনের পক্ষ থেকে এই বৈঠকের খবর নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়া সময় সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এক বিবৃতিতে এই বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই দেশের প্রধান একটি নিরাপদ ভিডিও লিঙ্কের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দইউক্রেনে যেকোনো আগ্রাসন চালানো রাশিয়ার জন্য খুব, খুব কঠিন করে দেব। আশঙ্কা করা হচ্ছে, আগামী মাসেই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।’ ওয়াশিংটন ও কিয়েভ জানায়, ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করে রেখেছে মস্কো।
ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই বাইডেন-পুতিন বৈঠক মঙ্গলবার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ