রয়টার্স : প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ বেইজিংয়ে একটি আকস্মিক সফর করেছেন। তিনি ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছেন। মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান। তিনি তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় তিনি শির সঙ্গে হাসি মুখে ছবি তুলছেন এবং চীনা ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে বৈঠক করছেন। মেদভেদেভ বলেছেন, তিনি এবং শি দুই দেশের ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
তিনি বলেন, ‘আমরা চীন এবং রাশিয়ার দুই শাসক দলের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি … অর্থনীতি এবং শিল্প উৎপাদন সহ আমাদের কৌশলগত অংশীদারিত্বের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা। আমরা আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও আলোচনা করেছি- অবশ্যই, ইউক্রেনের সংঘাতসহ। আলোচনাটি দরকারি ছিল।’ ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া বেইজিংয়ের দিকে তার পিভট ত্বরান্বিত করেছে, যাকে মস্কো ‘একটি বিশেষ সামরিক অভিযান’ বলে আখ্যা দিয়েছে। রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে চাইছে যাতে তার তুলনামূলক পশ্চিমা সম্পর্কের ক্ষতি পূরণ করা যায় এবং পশ্চিমা বিরোধী জোটে শি’কে সম্ভাব্য মিত্র হিসেবে দেখে।