ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

ইউক্রেন থেকে শস্য নিয়ে প্রথম জাহাজ আফ্রিকায় পৌঁছেছে

  • আপডেট সময় : ০১:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : শস্যবাহী প্রথম জাহাজ ইউক্রেন থেকে আফ্রিকায় পৌঁছেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর দীর্ঘদিন ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ ছিল। যুদ্ধ শুরুর পর প্রথম বারের মতো জিবুতিতে লোহিত সাগরের একটি বন্দরে শস্যের প্রথম চালান পৌঁছেছে। খবর বিবিসির। লেবাননের পতাকাবাহী এমভি ব্রেভ কমান্ডার নামের ওই জাহাজটিতে ২৩ হাজার টন গম নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি ইথিওপিয়ায় যাওয়ার কথা। কৃষ্ণ সাগর থেকে যাত্রা করে আফ্রিকায় পৌঁছাতে জাহাজটির দুসপ্তাহ সময় লেগে গেছে। পূর্ব আফ্রিকার একটি ছোট দেশ জিবুতি। এর জনসংখ্যা ৯ লাখের মতো। কিন্তু বর্তমান সময়ে আফ্রিকার ব্যস্ততম বন্দরে পরিণত হয়েছে এটি। জাতিসংঘের খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, জিবুতি থেকে গম প্যাকেটজাত করে স্থলপথে ইথিওপিয়ায় যেতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যাবে। সেখানকার প্রায় ২ কোটি মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন। এই চালানের জন্য অর্থ প্রদান করেছে ডব্লিউএফপি। কারণ সংঘাত ও খরার কারণে উদ্বাস্তু এবং বাস্তুচ্যুত লোকদের জন্য প্রয়োজনীয় সহায়তার যোগান কমতে শুরু করেছে। এই যুদ্ধের আগে ইউক্রেন এবং রাশিয়া থেকেই তিন চতুর্থাংশ খাদ্য সহায়তা পেয়েছে সংস্থাটি। এদিকে যুদ্ধের মধ্যেই তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেন।
১৫টি দেশে ৪৪টি জাহাজে করে খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। আগামী কয়েকদিনে আরও প্রচুর পরিমাণে খাদ্যপণ্য বিভিন্ন দেশে পাঠানো হবে। তিনি বলেন, এক মাসে তিন লাখ টন খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্য রয়েছে কিয়েভের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউক্রেন থেকে শস্য নিয়ে প্রথম জাহাজ আফ্রিকায় পৌঁছেছে

আপডেট সময় : ০১:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শস্যবাহী প্রথম জাহাজ ইউক্রেন থেকে আফ্রিকায় পৌঁছেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর দীর্ঘদিন ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ ছিল। যুদ্ধ শুরুর পর প্রথম বারের মতো জিবুতিতে লোহিত সাগরের একটি বন্দরে শস্যের প্রথম চালান পৌঁছেছে। খবর বিবিসির। লেবাননের পতাকাবাহী এমভি ব্রেভ কমান্ডার নামের ওই জাহাজটিতে ২৩ হাজার টন গম নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটি ইথিওপিয়ায় যাওয়ার কথা। কৃষ্ণ সাগর থেকে যাত্রা করে আফ্রিকায় পৌঁছাতে জাহাজটির দুসপ্তাহ সময় লেগে গেছে। পূর্ব আফ্রিকার একটি ছোট দেশ জিবুতি। এর জনসংখ্যা ৯ লাখের মতো। কিন্তু বর্তমান সময়ে আফ্রিকার ব্যস্ততম বন্দরে পরিণত হয়েছে এটি। জাতিসংঘের খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, জিবুতি থেকে গম প্যাকেটজাত করে স্থলপথে ইথিওপিয়ায় যেতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যাবে। সেখানকার প্রায় ২ কোটি মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন। এই চালানের জন্য অর্থ প্রদান করেছে ডব্লিউএফপি। কারণ সংঘাত ও খরার কারণে উদ্বাস্তু এবং বাস্তুচ্যুত লোকদের জন্য প্রয়োজনীয় সহায়তার যোগান কমতে শুরু করেছে। এই যুদ্ধের আগে ইউক্রেন এবং রাশিয়া থেকেই তিন চতুর্থাংশ খাদ্য সহায়তা পেয়েছে সংস্থাটি। এদিকে যুদ্ধের মধ্যেই তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় শস্য চুক্তির আওতায় ১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেন।
১৫টি দেশে ৪৪টি জাহাজে করে খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। আগামী কয়েকদিনে আরও প্রচুর পরিমাণে খাদ্যপণ্য বিভিন্ন দেশে পাঠানো হবে। তিনি বলেন, এক মাসে তিন লাখ টন খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্য রয়েছে কিয়েভের।