ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ইউক্রেন ইস্যুতে সৌদিতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা শুরু

  • আপডেট সময় : ০৮:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সৌদি আরবে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তারা এই আলোচনা শুরু করেন। ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিরা তাদের নিজেদের মধ্যে আলোচনা করার একদিন পরি এই আলোচনা শুরু হলো। তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানার ওপর জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন, রিয়াদের আলোচনা একটি অগ্রগতির পথ তৈরি করতে পারে। রিয়াদ থেকে বিবিসির সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার জানান, আজকের আলোচনার লক্ষ্য হলো সীমিত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো। রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে।

কিয়েভ জানায়, রাশিয়া গত রাতে অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে। এর আগে রোববার কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হন, যার মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর ওপর নতুন করে চাপ প্রয়োগে মিত্রদের আহ্বান জানিয়েছেন। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন চালায়। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

ইউক্রেন ইস্যুতে সৌদিতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা শুরু

আপডেট সময় : ০৮:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সৌদি আরবে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তারা এই আলোচনা শুরু করেন। ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিরা তাদের নিজেদের মধ্যে আলোচনা করার একদিন পরি এই আলোচনা শুরু হলো। তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানার ওপর জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন, রিয়াদের আলোচনা একটি অগ্রগতির পথ তৈরি করতে পারে। রিয়াদ থেকে বিবিসির সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার জানান, আজকের আলোচনার লক্ষ্য হলো সীমিত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো। রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে।

কিয়েভ জানায়, রাশিয়া গত রাতে অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে। এর আগে রোববার কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হন, যার মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর ওপর নতুন করে চাপ প্রয়োগে মিত্রদের আহ্বান জানিয়েছেন। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন চালায়। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।