ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া : পুতিন

  • আপডেট সময় : ০২:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত। তবে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের উপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে।’ রুশ প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস তার দেশ ঠিক পথে রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। এদিকে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ অ্যাখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রুশ সেনারা ভয় দেখানো এবং আনন্দের জন্য হত্যালীলায় মেতেছে। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তায় খেরসনে রুশ হামলার কিছু ছবি তুলে ধরেন জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে যে, আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি।তিনি বলেন, যুদ্ধের শুরুতে আমরা সব সহ্য করেছি। আমরা মস্কোর হামলা, হুমকি, পারমাণবিক ব্ল্যাকমেইল, সন্ত্রাসী কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করেছি। আমরা জানি আমরা কিসের জন্য লড়াই করছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া : পুতিন

আপডেট সময় : ০২:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত। তবে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের উপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে।’ রুশ প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস তার দেশ ঠিক পথে রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। এদিকে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ অ্যাখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রুশ সেনারা ভয় দেখানো এবং আনন্দের জন্য হত্যালীলায় মেতেছে। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তায় খেরসনে রুশ হামলার কিছু ছবি তুলে ধরেন জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে যে, আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি।তিনি বলেন, যুদ্ধের শুরুতে আমরা সব সহ্য করেছি। আমরা মস্কোর হামলা, হুমকি, পারমাণবিক ব্ল্যাকমেইল, সন্ত্রাসী কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করেছি। আমরা জানি আমরা কিসের জন্য লড়াই করছি।