ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
ইউক্রেনে ৫১টি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা, নিহত ৪

ইউক্রেনে ৫১টি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা, নিহত ৪

  • আপডেট সময় : ০১:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ইউক্রেনে গতকাল সোমবার (৮ জানুয়ারি) ভোরে ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এ হামলায় ইউক্রেনের অন্তত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম খমেলনিটস্কি অঞ্চলে দুইজন নিহত হয়েছেন। সেখানে ব্যাপকহারে অবকাঠামোগত ক্ষক্ষয়ক্ষতিও হয়েছে। ক্রিভি রিহ-এর মেয়র ওলেক্সান্ডার ভিলকুল বলেছেন, সেখানে ৬২ বছর বয়সী একজন নিহত হয়েছেন। দক্ষিণ কেন্দ্রীয় শহরে নয়টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ফলে সেখানকার একটি শপিং সেন্টার এবং বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি টেলিগ্রাম বার্তায় আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক বলেছেন, ‘পাগলা শত্রু আবারও বেসামরিকদের ওপর হামলা করেছে। মানুষের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’ এ হামলার বিষয়ে রাশিয়া বলেছে, সোমবার সমুদ্র এবং আকাশ পথে ইউক্রেনের সামরিক-শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে রুশ সেনারা।
প্রতিদিনের আপডেটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকালে ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সের লক্ষ্যবস্তুতে কিঞ্জাল হাইপারসনিক মিসাইল সিস্টেমসহ অত্যাধুনিক অস্ত্র দিয়ে একাধিক হামলা চালানো হয়েছে।’ এদিকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়া ছোঁড়া ৫১টির মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবহিনী। দেশটির টেলিভিশনে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। রাশিয়ার উৎক্ষেপণ করা আটটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের শৈতপ্রবাহের মধ্যেই এই হামলাগুলো হয়েছে। ভিলকুল জানিয়েছেন, প্রচন্ড শীতের কারণে অঞ্চলটির ১৫ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন ছিল এবং স্থানীয় ট্রাম এবং ট্রলিবাস চলাচলও বন্ধ রেখেছিল র্কর্তপক্ষ। খারকিভের গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, অঞ্চলটির পূর্বের একটি শহরে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়েছে রাশিয়া। এতে একটি শিল্প সাইট এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, খারকিভের দক্ষিণে একটি শহরে রাশিয়া হামলায় ৬৩ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। গভর্নর ইউরি মালাশকো বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার আবাসিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচজন আহত হয়েছেন।
নতুন অভিবাসন আইন কার্যকর করলো রাশিয়া
এদিকে উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে নতুন অভিবাসন আইন কার্যকর করলো রাশিয়া। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, আগেও বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশিরা একটি নির্দিষ্ট সময়ের জন্য রাশিয়ায় বসবাসের সুযোগ পেতেন। তবে এবার তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে নতুন আইন কার্যকর করেছে দেশটি। রাশিয়া গত বছর সংবিধান সংশোধন করে এই নতুন আইন প্রণয়ন করে। গত বছর আইন পাস হলেও চলতি বছরের ৭ জানুয়ারি থেকে সেটি আইনে পরিণত হয়েছে। নতুন আইন অনুসারে কোনো দক্ষতাসম্পন্ন বা বিশেষজ্ঞ ব্যক্তি যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন তাহলেই তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। কেবল তাই নয়, যিনি আবেদন করবেন তাঁর স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান, নাতি-নাতনি এমনকি দাদা-দাদি এবং নানা-নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তবে শর্ত হলো তাদেরও আগে থেকেই রাশিয়ায় বসবাস করে আসছিলেন এমন হতে হয়। এ ছাড়া, দত্তক সন্তান কিংবা পালক বাবা-মাকেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে রাশিয়া একই শর্তের অধীনে। এখন থেকে রাশিয়ার কোনো প্রতিষ্ঠানে বিশেষ করে উচ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে অথবা স্প্যাশল ইকোনোমিক জোন গুলোতে প্রতি মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পাওয়া কর্মীদের উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে। এর বাইরে কোনো ব্যক্তি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলেও তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউক্রেনে ৫১টি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা, নিহত ৪

ইউক্রেনে ৫১টি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা, নিহত ৪

আপডেট সময় : ০১:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

বিদেশের খবর ডেস্ক : ইউক্রেনে গতকাল সোমবার (৮ জানুয়ারি) ভোরে ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এ হামলায় ইউক্রেনের অন্তত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম খমেলনিটস্কি অঞ্চলে দুইজন নিহত হয়েছেন। সেখানে ব্যাপকহারে অবকাঠামোগত ক্ষক্ষয়ক্ষতিও হয়েছে। ক্রিভি রিহ-এর মেয়র ওলেক্সান্ডার ভিলকুল বলেছেন, সেখানে ৬২ বছর বয়সী একজন নিহত হয়েছেন। দক্ষিণ কেন্দ্রীয় শহরে নয়টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ফলে সেখানকার একটি শপিং সেন্টার এবং বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি টেলিগ্রাম বার্তায় আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক বলেছেন, ‘পাগলা শত্রু আবারও বেসামরিকদের ওপর হামলা করেছে। মানুষের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’ এ হামলার বিষয়ে রাশিয়া বলেছে, সোমবার সমুদ্র এবং আকাশ পথে ইউক্রেনের সামরিক-শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে রুশ সেনারা।
প্রতিদিনের আপডেটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকালে ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সের লক্ষ্যবস্তুতে কিঞ্জাল হাইপারসনিক মিসাইল সিস্টেমসহ অত্যাধুনিক অস্ত্র দিয়ে একাধিক হামলা চালানো হয়েছে।’ এদিকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়া ছোঁড়া ৫১টির মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবহিনী। দেশটির টেলিভিশনে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। রাশিয়ার উৎক্ষেপণ করা আটটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের শৈতপ্রবাহের মধ্যেই এই হামলাগুলো হয়েছে। ভিলকুল জানিয়েছেন, প্রচন্ড শীতের কারণে অঞ্চলটির ১৫ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন ছিল এবং স্থানীয় ট্রাম এবং ট্রলিবাস চলাচলও বন্ধ রেখেছিল র্কর্তপক্ষ। খারকিভের গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, অঞ্চলটির পূর্বের একটি শহরে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়েছে রাশিয়া। এতে একটি শিল্প সাইট এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, খারকিভের দক্ষিণে একটি শহরে রাশিয়া হামলায় ৬৩ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। গভর্নর ইউরি মালাশকো বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার আবাসিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচজন আহত হয়েছেন।
নতুন অভিবাসন আইন কার্যকর করলো রাশিয়া
এদিকে উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে নতুন অভিবাসন আইন কার্যকর করলো রাশিয়া। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, আগেও বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশিরা একটি নির্দিষ্ট সময়ের জন্য রাশিয়ায় বসবাসের সুযোগ পেতেন। তবে এবার তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে নতুন আইন কার্যকর করেছে দেশটি। রাশিয়া গত বছর সংবিধান সংশোধন করে এই নতুন আইন প্রণয়ন করে। গত বছর আইন পাস হলেও চলতি বছরের ৭ জানুয়ারি থেকে সেটি আইনে পরিণত হয়েছে। নতুন আইন অনুসারে কোনো দক্ষতাসম্পন্ন বা বিশেষজ্ঞ ব্যক্তি যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন তাহলেই তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। কেবল তাই নয়, যিনি আবেদন করবেন তাঁর স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান, নাতি-নাতনি এমনকি দাদা-দাদি এবং নানা-নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তবে শর্ত হলো তাদেরও আগে থেকেই রাশিয়ায় বসবাস করে আসছিলেন এমন হতে হয়। এ ছাড়া, দত্তক সন্তান কিংবা পালক বাবা-মাকেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে রাশিয়া একই শর্তের অধীনে। এখন থেকে রাশিয়ার কোনো প্রতিষ্ঠানে বিশেষ করে উচ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে অথবা স্প্যাশল ইকোনোমিক জোন গুলোতে প্রতি মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পাওয়া কর্মীদের উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে। এর বাইরে কোনো ব্যক্তি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলেও তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হবে।