আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই গত মঙ্গলবার ভার্চ্যুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে পুতিনকে সতর্ক করে দিয়ে বাইডেন বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়াকে ‘কঠোর’ জবাব দেওয়া হবে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দুই ঘণ্টা ভার্চ্যুয়াল বৈঠক করেন বাইডেন ও পুতিন। বৈঠকের পর হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের চারপাশে রাশিয়ার শক্তি বৃদ্ধির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং এর ইউরোপীয় মিত্রদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। বৈঠকে বাইডেন স্পষ্ট করে বলেন, ওই অঞ্চলে রুশ সেনার কার্যক্রম বাড়ালে শুধু যুক্তরাষ্ট্রই নয়, এর ইউরোপীয় মিত্র দেশগুলোও রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কঠোর জবাব দেবে।
পুতিনের সঙ্গে আলোচনার আগে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে কথা বলেছেন বাইডেন। গত সোমবার এসব দেশের নেতার সঙ্গে কথা বলেন তিনি। এই দেশগুলোও ইউক্রেনকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে।
পুতিন ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার কথা ছিল বাইডেনের। মূলত পুতিনের সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হলো, সেসব বিষয় জানাতে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে গতকালই ভিডিও কলে অংশ নেওয়ার কথা বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় কথা বলছেন, যখন ইউক্রেনের সীমান্তে প্রায় এক লাখ রুশ সেনা অবস্থান নিয়েছে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনের বিরুদ্ধে পুতিন সামরিক পদক্ষেপ নেবেন কি না, হোয়াইট হাউস এখনো তা জানে না। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুতিনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাইডেন।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনে হামলা চালালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্ররা মিলে রাশিয়ার বিরুদ্ধে যথোপযুক্ত অর্থনৈতিক পদক্ষেপ নেবে। ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার এই ইস্যুতে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনিও ইউক্রেনকে সহায়তার আশ্বাস দিয়েছেন। পুতিন ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার কথা ছিল বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় কথা বলছেন, যখন ইউক্রেনের সীমান্তে প্রায় এক লাখ রুশ সেনা অবস্থান নিয়েছে।
ইউক্রেনে হামলা হলে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ