ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫

ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি বাইডেনের

  • আপডেট সময় : ০১:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালালে রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম জানায়, সোমবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বাইডেন।
সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা নর্ড স্ট্রিম ২ গ্যাসলাইন নিয়ে প্রশ্ন করলে বাইডেন বলেন, ‘‘রাশিয়া যদি অভিযান চালায়… আবারও, তাহলে নর্ড স্ট্রিম ২ বলে আর কিছুর অস্তিত্ব থাকবে না। আমরা এটা শেষ করে দেব।’’
তবে কীভাবে এ কাজটি করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো জবাব দেননি বাইডেন। তিনি বলেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এটা করতে পারব।’ ওয়াশিংটনে জার্মানির চ্যান্সেলরের প্রথম সফরে গ্যাস পাইপলাইন নিয়ে স্পষ্টভাবে নিজের অবস্থান জানাননি তিনি। চ্যান্সেলর বলেন, ইউক্রেনের উপর মস্কো অভিযান চালালে তাদের উপর অবরোধ আরোপের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও জার্মানি ‘পুরোপুরি একমত’। শুলজ আরো বলেন, ‘আমরাও একই ধরনের পদক্ষেপ নেব এবং সেগুলো হবে রাশিয়ার জন্য খুবই, খুবই, খুবই কঠিন।’
রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য বাল্টিক সাগরের তলদেশ দিয়ে এক হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ নর্ড স্ট্রিম ২ পাইপলাইন নির্মাণে পাঁচ বছর লেগেছে, খরচ হয়েছে এক হাজার ১০০ কোটি ডলার। তবে ওই পাইপলাইন এখনও চালু করা হয়নি, কারণ নভেম্বরে জার্মানির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এটা জার্মানির আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তারা অনুমোদন দেয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া

ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি বাইডেনের

আপডেট সময় : ০১:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালালে রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম জানায়, সোমবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বাইডেন।
সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা নর্ড স্ট্রিম ২ গ্যাসলাইন নিয়ে প্রশ্ন করলে বাইডেন বলেন, ‘‘রাশিয়া যদি অভিযান চালায়… আবারও, তাহলে নর্ড স্ট্রিম ২ বলে আর কিছুর অস্তিত্ব থাকবে না। আমরা এটা শেষ করে দেব।’’
তবে কীভাবে এ কাজটি করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো জবাব দেননি বাইডেন। তিনি বলেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এটা করতে পারব।’ ওয়াশিংটনে জার্মানির চ্যান্সেলরের প্রথম সফরে গ্যাস পাইপলাইন নিয়ে স্পষ্টভাবে নিজের অবস্থান জানাননি তিনি। চ্যান্সেলর বলেন, ইউক্রেনের উপর মস্কো অভিযান চালালে তাদের উপর অবরোধ আরোপের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও জার্মানি ‘পুরোপুরি একমত’। শুলজ আরো বলেন, ‘আমরাও একই ধরনের পদক্ষেপ নেব এবং সেগুলো হবে রাশিয়ার জন্য খুবই, খুবই, খুবই কঠিন।’
রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য বাল্টিক সাগরের তলদেশ দিয়ে এক হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ নর্ড স্ট্রিম ২ পাইপলাইন নির্মাণে পাঁচ বছর লেগেছে, খরচ হয়েছে এক হাজার ১০০ কোটি ডলার। তবে ওই পাইপলাইন এখনও চালু করা হয়নি, কারণ নভেম্বরে জার্মানির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এটা জার্মানির আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তারা অনুমোদন দেয়নি।