আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার জন্য মোট ৭০ভাগ রুশ সেনা প্রস্তুত বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
সোমবার মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ইউক্রেন সীমান্তে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ভারী সামরিক যুদ্ধাস্ত্র বৃদ্ধি করবে রাশিয়া। তবে, এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি ওই মার্কিন কর্মকর্তা। বিষয়টি স্পর্শকাতর হওয়ার কারণে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।
বর্তমানে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি রুশ সেনা মোতায়েন রয়েছে। তবে, ইউক্রেনে যেকোনো ধরণের হামলার পরিকল্পনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকের পরে পুতিন এ কথা জানান। তিনি ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন।
ওই কর্মকর্তা আরো জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা রয়েছে কিনা তা তারা নিশ্চিত নন। এখনও কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেনের সংকট নিরসন সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত ওই অঞ্চলের আবহাওয়া রুশ বাহিনীর জন্য সহায়ক। ফলে, এ সময়ের মধ্যে রুশ বাহিনী সামনে অগ্রসরের সম্ভাবনা রয়েছে।
এক প্রতিবেদনের উপর ভিত্তি করে ওই কর্মকর্তা আরো জানান, ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত ৫০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। আর রুশ হামলার কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে। ফলে, হাজার হাজার ইউক্রেনের নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যাবে। তখন ইউরোপজুড়ে শরণার্থী সংকট বৃদ্ধি পাবে।
ইউক্রেনে হামলায় ৭০ ভাগ রুশ সেনা প্রস্তুত: যুক্তরাষ্ট্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























