ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ইউক্রেনে হামলার প্রভাব শেয়ারবাজারে

  • আপডেট সময় : ০২:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার বড় নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের শেয়ারবাজারে। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস উত্থানে শুরু হলেও লেনদেন শেষ হয় অনেক বড় পতনে। এদিন শেয়ারবাজারের সব সূচকের সঙ্গে বেশিরভাগ সিকিউরিটিজের দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৯.২৩ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমে ছয় হাজার ৮৩৯.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২.৮৩ পয়েন্ট বা ১.৫২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৫২ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭৫.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৫১৪.৯৭ পয়েন্টে। ডিএসইতে এক হাজার ৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের কার্যদিবস থেকে ১৫৯ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার। ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির বা ৭.৯৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৩২৬টির বা ৮৬.৪৭ শতাংশের এবং ২১টির বা ৫.৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২.৩৮ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮১.৩৩ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ২৪৭টির আর দর অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইতে ৩৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে সামরিক অভিযানের নির্দেশ দিলে ইউক্রেনে মিশাইল হামলা চালায় দেশটি। বিমান হামলাও করছে রাজধানী কিয়াভে। বিশ্বব্যাপি এই সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ছে। যুদ্ধের কারণে ইতিমধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। আর এমন সংবাদে আতঙ্কিত হয়ে দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা তাদের হাত থাকা শেয়ার বিক্রি করা শুরু করে। যার কারণে দিন শেষে বড় পতনে শেষ হয়েছে লেনদেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউক্রেনে হামলার প্রভাব শেয়ারবাজারে

আপডেট সময় : ০২:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলার বড় নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের শেয়ারবাজারে। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস উত্থানে শুরু হলেও লেনদেন শেষ হয় অনেক বড় পতনে। এদিন শেয়ারবাজারের সব সূচকের সঙ্গে বেশিরভাগ সিকিউরিটিজের দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৯.২৩ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমে ছয় হাজার ৮৩৯.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২.৮৩ পয়েন্ট বা ১.৫২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৫২ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭৫.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৫১৪.৯৭ পয়েন্টে। ডিএসইতে এক হাজার ৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের কার্যদিবস থেকে ১৫৯ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার। ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির বা ৭.৯৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৩২৬টির বা ৮৬.৪৭ শতাংশের এবং ২১টির বা ৫.৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২.৩৮ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮১.৩৩ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ২৪৭টির আর দর অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইতে ৩৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে সামরিক অভিযানের নির্দেশ দিলে ইউক্রেনে মিশাইল হামলা চালায় দেশটি। বিমান হামলাও করছে রাজধানী কিয়াভে। বিশ্বব্যাপি এই সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ছে। যুদ্ধের কারণে ইতিমধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। আর এমন সংবাদে আতঙ্কিত হয়ে দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা তাদের হাত থাকা শেয়ার বিক্রি করা শুরু করে। যার কারণে দিন শেষে বড় পতনে শেষ হয়েছে লেনদেন।