আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানকে ‘আক্রমণ’ বলতে নারাজ চীন। বৃহস্পতিবার মস্কোর পদক্ষেপকে প্রকাশ্যে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে বেইজিং। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এখবর জানিয়েছে।
রাশিয়ার স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানায়। একই সঙ্গে রাশিয়ার স্থল ও বিমানবাহিনী কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনিয়িং এই বিষয়ে এক সাংবাদিকের ব্যবহার করা আক্রমণ শব্দ নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, এটি পশ্চিমাদের বর্ণনা।
তিনি জানান, চীন দ্রুত কোনও সিদ্ধান্তে পৌঁছাবে না। বলেন, চীন নিবিড়ভাবে ইউক্রেনের পরিস্থিতির ওপর নজর রাখছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে চীন।
তিনি আরও জানান, চীনের বছর ধরে পর্যালোচনায় পরিস্থিতি জটিল বলে উঠে এসেছে।
মস্কোর কোনও সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়ে তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের কথা তুলে ধরেছেন। যে প্রতিশ্রুতিতে রাশিয়া ইউক্রেনের নগর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে না বলে জানিয়েছে। ]॥
ইউক্রেনে রুশ হামলাকে ‘আক্রমণ’ বলতে নারাজ চীন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ