ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও

  • আপডেট সময় : ০৭:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির পর এখন আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একটি বড় চ্যালেঞ্জ ইউক্রেনে যুদ্ধ থামানো। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন একটি যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরি করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সোমবার যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রুবিও। এর মাধ্যমে দেশটির বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উত্তরসূরী হন তিনি। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুবিও বলেন, “আমাদের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর মধ্যে ইউক্রেনে যুদ্ধের অবসানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এ লক্ষ্যে শিগগিরই দাপ্তরিক তৎপরতা শুরু করবেন তিনি। একটি খসড়া যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এই যুদ্ধটি খুবই জটিল হয়ে উঠেছে এবং গত প্রায় ৩ বছরে প্রচুর রাক্তপাতও হয়েছে এ যুদ্ধে। এটা শেষ হওয়া প্রয়োজন।” সম্ভাব্য সেই যুদ্ধবিরতি চুক্তিতে কী কী ধারা থাকছে— সাংবাদিকদের এ প্রশ্ন এড়িয়ে রুবিও বলেন, “নথিটি এমনভাবে তৈরি করা হচ্ছে যে আমাদের বিশ্বাস— মস্কো এবং কিয়েভ উভয়েই অন্তত এর কয়েকটি ধারার সঙ্গে একমত হবে। সম্পূর্ণ নথিটি প্রস্তুত করা হবে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে।” “কারণ এ যুদ্ধের প্রধান দু’টি পক্ষ রাশিয়া এবং ইউক্রেন।

তাই এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এক্তিয়ারও একমাত্র রয়েছে এ দু’টি দেশেরই।” গত বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মার্কিন সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, শপথ গ্রহণের আগেই গাজা এবং ইউক্রেনে যুদ্ধবিরতি চান তিনি। ট্রাম্পের শপথ গ্রহনের এক দিন আগে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায়। এখন বাকি ইউক্রেন। মঙ্গলবারের মতবিনিময় সভায় রুবিওকে সাংবাদিকরা প্রশ্ন করেছিরেন কবে নাগাদ শেষ হতে পারে এই যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ। তবে রুবিও এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। সূত্র : আরটি

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও

আপডেট সময় : ০৭:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির পর এখন আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একটি বড় চ্যালেঞ্জ ইউক্রেনে যুদ্ধ থামানো। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ইতোমধ্যে ট্রাম্প প্রশাসন একটি যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরি করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সোমবার যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রুবিও। এর মাধ্যমে দেশটির বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উত্তরসূরী হন তিনি। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুবিও বলেন, “আমাদের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর মধ্যে ইউক্রেনে যুদ্ধের অবসানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এ লক্ষ্যে শিগগিরই দাপ্তরিক তৎপরতা শুরু করবেন তিনি। একটি খসড়া যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এই যুদ্ধটি খুবই জটিল হয়ে উঠেছে এবং গত প্রায় ৩ বছরে প্রচুর রাক্তপাতও হয়েছে এ যুদ্ধে। এটা শেষ হওয়া প্রয়োজন।” সম্ভাব্য সেই যুদ্ধবিরতি চুক্তিতে কী কী ধারা থাকছে— সাংবাদিকদের এ প্রশ্ন এড়িয়ে রুবিও বলেন, “নথিটি এমনভাবে তৈরি করা হচ্ছে যে আমাদের বিশ্বাস— মস্কো এবং কিয়েভ উভয়েই অন্তত এর কয়েকটি ধারার সঙ্গে একমত হবে। সম্পূর্ণ নথিটি প্রস্তুত করা হবে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে।” “কারণ এ যুদ্ধের প্রধান দু’টি পক্ষ রাশিয়া এবং ইউক্রেন।

তাই এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এক্তিয়ারও একমাত্র রয়েছে এ দু’টি দেশেরই।” গত বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর মার্কিন সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, শপথ গ্রহণের আগেই গাজা এবং ইউক্রেনে যুদ্ধবিরতি চান তিনি। ট্রাম্পের শপথ গ্রহনের এক দিন আগে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায়। এখন বাকি ইউক্রেন। মঙ্গলবারের মতবিনিময় সভায় রুবিওকে সাংবাদিকরা প্রশ্ন করেছিরেন কবে নাগাদ শেষ হতে পারে এই যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ। তবে রুবিও এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। সূত্র : আরটি