ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনে মার্কিন সহায়তা অডিট করতে চায় রিপাবলিকান দল

  • আপডেট সময় : ১১:১৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে এ পর্যন্ত যে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে তা অডিট করতে চায় বিরোধী রিপাবলিকান দল। এ নিয়ে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ভোটাভুটি হয়েছে। এতে রিপাবলিকান দলের পক্ষে পড়েছে ২২ ভোট আর সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের পক্ষে পড়েছে ২৬ ভোট। ফলে প্রস্তাবটি আপাতত আটকে গেছে। ইউক্রেনকে দেয়া সহায়তার ব্যাপারে অডিট করার জন্য পররাষ্ট্র বিষয়ক কমিটিতে প্রস্তাব উত্থাপন করেন জর্জিয়ার ফোরটিন্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন। তবে ডেমোক্র্যাটিক দলের সদস্যরা শক্তভাবে এ প্রস্তাবের বিরোধিতা করেন। তারা বলেন, “এই ধরনের পদক্ষেপ নেয়া হলে তা ইউক্রেনের কাছে ভুল বার্তা দেবে। অথচ ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করছে তাতে ওয়াশিংটনের জোরালো সমর্থন রয়েছে।” ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত নিউইয়র্কের প্রতিনিধি পরিষদ সদস্য গ্রেগরি ডাব্লিউ মিক্স বলেন, “আমাদের মধ্যে বিভক্তির সৃষ্টির সময় এটি নয়। আমরা ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য মিত্রদের সঙ্গে কাজ করছি। আমরা যাতে কোনো ফাঁদে পা না দেই।” তবে রিপাবলিকান দলের সদস্যরা ডেমোক্র্যাটদের এই যুক্তি প্রত্যাখ্যান করেন। তারা বলছেন, অডিট করার যে প্রস্তাব দেয়া হয়েছে সেটি হচ্ছে ইউক্রেনকে অন্য কোনো বার্তা না দিয়ে বরং আমেরিকানদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। এই প্রস্তাব প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাস করা সম্ভব না হলেও রিপাবলিকানরা নিজেদের ঐক্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। হাউজ রিপ্রেজেন্টেটিভ মার্জোরি গ্রিন অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তিনি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপারে অডিট কার্যক্রমের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।ধারণা করা হচ্ছে- জানুয়ারি মাসেরপ্রথম দিকে হাউজের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দায়িত্ব নেবে রিপাবলিকান পার্টি। তারা তখন বাইডেন প্রশাসনের দেয়া অর্থ এবং সামরিক সহায়তার ব্যাপারে অডিট চালাতে পারেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউক্রেনে মার্কিন সহায়তা অডিট করতে চায় রিপাবলিকান দল

আপডেট সময় : ১১:১৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে এ পর্যন্ত যে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে তা অডিট করতে চায় বিরোধী রিপাবলিকান দল। এ নিয়ে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ভোটাভুটি হয়েছে। এতে রিপাবলিকান দলের পক্ষে পড়েছে ২২ ভোট আর সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের পক্ষে পড়েছে ২৬ ভোট। ফলে প্রস্তাবটি আপাতত আটকে গেছে। ইউক্রেনকে দেয়া সহায়তার ব্যাপারে অডিট করার জন্য পররাষ্ট্র বিষয়ক কমিটিতে প্রস্তাব উত্থাপন করেন জর্জিয়ার ফোরটিন্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন। তবে ডেমোক্র্যাটিক দলের সদস্যরা শক্তভাবে এ প্রস্তাবের বিরোধিতা করেন। তারা বলেন, “এই ধরনের পদক্ষেপ নেয়া হলে তা ইউক্রেনের কাছে ভুল বার্তা দেবে। অথচ ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করছে তাতে ওয়াশিংটনের জোরালো সমর্থন রয়েছে।” ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত নিউইয়র্কের প্রতিনিধি পরিষদ সদস্য গ্রেগরি ডাব্লিউ মিক্স বলেন, “আমাদের মধ্যে বিভক্তির সৃষ্টির সময় এটি নয়। আমরা ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য মিত্রদের সঙ্গে কাজ করছি। আমরা যাতে কোনো ফাঁদে পা না দেই।” তবে রিপাবলিকান দলের সদস্যরা ডেমোক্র্যাটদের এই যুক্তি প্রত্যাখ্যান করেন। তারা বলছেন, অডিট করার যে প্রস্তাব দেয়া হয়েছে সেটি হচ্ছে ইউক্রেনকে অন্য কোনো বার্তা না দিয়ে বরং আমেরিকানদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। এই প্রস্তাব প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাস করা সম্ভব না হলেও রিপাবলিকানরা নিজেদের ঐক্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। হাউজ রিপ্রেজেন্টেটিভ মার্জোরি গ্রিন অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তিনি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপারে অডিট কার্যক্রমের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।ধারণা করা হচ্ছে- জানুয়ারি মাসেরপ্রথম দিকে হাউজের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দায়িত্ব নেবে রিপাবলিকান পার্টি। তারা তখন বাইডেন প্রশাসনের দেয়া অর্থ এবং সামরিক সহায়তার ব্যাপারে অডিট চালাতে পারেন।