আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে সহায়তায় বেলারুশের সেনাবাহিনী ইউক্রেনে প্রবেশ করেছে এমন অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
গত শুক্রবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি একথা জানান।
এর আগে কিয়েভ দাবি করে, যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য বেলারুশের বাহিনী যে কোনো সময় ইউক্রেনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তারা জানায় রুশ সেনারা বেলারুশের একটি গ্রামে বোমা হামলা চালিয়েছে যাতে ওই দেশটিকে উত্তেজিত করে যুদ্ধে অংশ গ্রহণে বাধ্য করা যায়।
বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা জানায়, মস্কো খুব দ্রুত সময়ের মধ্যে মিনস্ককে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিতে রাজি হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘বেলারুশের সেনা বা বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করেছে এমন কোনো ইঙ্গিত আমরা এখনো পাইনি। তবে এর অর্থ এই নয় যে এটা কখনো ঘটবে না।’
ইউক্রেনে বেলারুশের কোনো সেনা নেই: পেন্টাগন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ