আলজাজিরা : রাশিয়া-ইউক্রেনের মধ্যে গত সাত মাসের যুদ্ধে প্রায় ছয় হাজার রুশ সেনা নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেন, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর পর থেকে তাদের ৫ হাজার ৯৩৭ জন সেনা নিহত হয়েছেন। শোইগু আরও বলেন, ইউক্রেন পশ্চিমাদের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ করছে। রাশিয়া তেমনটি করছে না। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সাত মাসের যুদ্ধে ইউক্রেনের এক-পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা। তবে ইউক্রেনের সেনারা এখন পাল্টা হামলা শুরু করেছেন। পাল্টা হামলায় রুশ বাহিনী কিছু এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।