আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া আক্রমণ চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যে ইউক্রেনে প্রাণঘাতী ‘সামরিক সরঞ্জাম’ পাঠাল যুক্তরাষ্ট্র। ৯০ টন ওজনের ওই সামরিক সহায়তার প্রথম চালান ইতিমধ্যে ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস ওই সামরিক সহায়তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর বিষয়টি সম্প্রতি অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ওই সামরিক সহায়তার মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষার জন্য গোলাবারুদ রয়েছে। চলতি সপ্তাহেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কিয়েভ সফরে যাওয়ার কথা। এর আগেই ওই সামরিক সরঞ্জাম পাঠানো হলো।
বেশ কিছু দিন ধরে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে ক্রেমলিন। যুক্তরাষ্ট্র-ইউক্রেনসহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা, ইউক্রেনে হামলা চালাতেই রাশিয়ার এই প্রস্তুতি। যদিও মস্কো ওই সেনা সমাবেশকে রুটিন কাজের অংশ বলে দাবি করে আসছে। ইউক্রেন নিয়ে উত্তেজনা কমাতে গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ওই বৈঠকের পর দেশ দুটি জানায়, তারা ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা হ্রাসের ব্যাপারে সম্মত হয়েছে।
চলতি সপ্তাহেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কিয়েভ সফরে যাওয়ার কথা। এর আগেই ওই সামরিক সরঞ্জাম পাঠানো হলো
তবে ইউক্রেনে রুশ হামলার প্রশ্নে ব্লিঙ্কেন সতর্কবার্তাও উচ্চারণ করেছেন। ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো সমন্বিতভাবে পাল্টা আক্রমণ চালাবে বলে মন্তব্য করেছেন তিনি। এ বৈঠকের পর সের্গেই লাভরভ বলেন, ব্লিঙ্কেনকে তিনি জানিয়েছেন, নিরাপত্তাসংক্রান্ত যেসব দাবি মস্কো জানিয়েছে, ওয়াশিংটন যদি তা উপেক্ষা করে, তবে চড়া মূল্য দিতে হবে। বাইডেন গত ডিসেম্বরে ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তার জন্য ২০ কোটি মার্কিন ডলার অনুমোদন দেন। কিয়েভে মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে বলেছে, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই চালান এসেছে। ইউক্রেনের সামরিক বাহিনীকে এ রকম সহায়তা প্রদান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।
ইউক্রেনে ‘প্রাণঘাতী’ সামরিক সরঞ্জাম পাঠাল যুক্তরাষ্ট্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ