ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো বিপুল অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

  • আপডেট সময় : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, পশ্চিমাদের সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র দক্ষিণ-পূর্ব ইউক্রেনে ধ্বংস করেছে রুশ সেনারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এগুলো ধ্বংস করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
এক ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাপোরিজ্জিয়া অ্যালুমিনিয়াম কারখানা এলাকায় সুনির্দিষ্ট দূরপাল্লার সাগরভিত্তিক ক্যালিবার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এখানে রাখা ছিল বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ। যা ইউক্রেনীয় সেনাদের জন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। তবে কোন ধরনের অস্ত্র ধ্বংস করা হয়েছে তা জানায়নি রাশিয়া।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে ৪০টি দেশ জার্মানিতে মিলিয়ে হয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনীয় সেনাদের জন্য সবকিছু করা হবে। ডনবাস অঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে পশ্চিমাদের কাছে ভারী অস্ত্র সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু যুক্তরাষ্ট্রসহ মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেনের চলমান যুদ্ধ মস্কো ও ন্যাটোর সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। নিজেদের নিরাপত্তা উদ্বেগ থেকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসি মুক্ত করার লক্ষ্য ঘোষণা করে এই এই আক্রমণকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে মস্কো। ইউক্রেন ও পশ্চিমারা চলমান সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিকদের হত্যার অভিযোগ এনেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো বিপুল অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

আপডেট সময় : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, পশ্চিমাদের সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র দক্ষিণ-পূর্ব ইউক্রেনে ধ্বংস করেছে রুশ সেনারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এগুলো ধ্বংস করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
এক ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাপোরিজ্জিয়া অ্যালুমিনিয়াম কারখানা এলাকায় সুনির্দিষ্ট দূরপাল্লার সাগরভিত্তিক ক্যালিবার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এখানে রাখা ছিল বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ। যা ইউক্রেনীয় সেনাদের জন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। তবে কোন ধরনের অস্ত্র ধ্বংস করা হয়েছে তা জানায়নি রাশিয়া।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে ৪০টি দেশ জার্মানিতে মিলিয়ে হয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনীয় সেনাদের জন্য সবকিছু করা হবে। ডনবাস অঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে পশ্চিমাদের কাছে ভারী অস্ত্র সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু যুক্তরাষ্ট্রসহ মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেনের চলমান যুদ্ধ মস্কো ও ন্যাটোর সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। নিজেদের নিরাপত্তা উদ্বেগ থেকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসি মুক্ত করার লক্ষ্য ঘোষণা করে এই এই আক্রমণকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে মস্কো। ইউক্রেন ও পশ্চিমারা চলমান সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিকদের হত্যার অভিযোগ এনেছে।