আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ চলাকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশাল একটি অংশ দখল করেছে রাশিয়া। এরই মধ্যে সেখানে নির্বাচনও দিয়েছে মস্কো। এখন দুই দেশের মধ্যে চলা এই প্রাণঘাতী যুদ্ধ বন্ধে কাজ করছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ট্রাম্প ও পুতিন আলোচনও করেছেন।
এমন পরিস্থিতির মধ্যেই ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হলো, ইউক্রেনে যে ভূমি দখল করা হয়েছে তা কোনো যুদ্ধবিরতি চুক্তির অধীনে কখনোই বিক্রি করা হবে না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভা জানিয়েছেন, অনেক আগে থেকেই সেখানের মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হামলার মধ্যেও সেখানে মস্কো ভোটের আয়োজন করেছিল। এখন এই ভূমি বিক্রি করা হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ শেষ করতে হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবশ্যই একত্রিত হতে হবে।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার মনে হয় পুতিন ও জেলেনস্কিকে একত্রিত হতে হবে। কারণ আমরা লাখ লাখ মানুষের মৃত্যু বন্ধ করতে চাই।
যদিও এর আগে জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তাছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্যও ইউক্রেনকেই দায়ী করেন তিনি।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি হয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে আলোচনায় বন্দি বিনিময় ইস্যুও থাকবে।
এর আগে সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরবে ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি অবাক হয়েছেন। ভবিষ্যতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা না করার দাবি জানান জেলেনস্কি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলতি মাসেই বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে নজর দিচ্ছেন ট্রাম্প। সূত্র: এএফপি