ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ইউক্রেনে গিয়েছিলাম, জানালেন চেচেন নেতা কাদিরভ

  • আপডেট সময় : ০২:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা ও দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মিত্র রমজান কাদিরভ জানিয়েছেন, কিইভে আক্রমণরত চেচেন সেনাদের সঙ্গে দেখা করতে ইউক্রেনে গিয়েছিলেন তিনি। রয়টার্স জানিয়েছে, কাদিরভ ইউক্রেইনে ছিলেন না লড়াই চলাকালে সেখানে গিয়েছিলেন তারা তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। চেচেন টেলিভিশন চ্যানেল গ্রোজনি রোববার তাদের টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে, এতে কাদিরভকে অন্ধকার একটি ঘরে চেচেন সেনাদের সঙ্গে সামরিক অভিযান নিয়ে কথা বলতে দেখা গেছে। ইউক্রেইনের রাজধানী থেকে ৭ কিলোমিটার দূরে বৈঠকটি হয়েছিল বলে জানিয়েছে তারা। তবে বৈঠকটি কবে এবং কোথায় হয়েছিল, পোস্টে তা পরিষ্কারভাবে বলা হয়নি।
পরে কাদিরভ অন্য একটি পোস্ট নিয়ে মজা করেছেন যেখানে তিনি কিইভ অঞ্চলে গিয়েছিলেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। নিজেদের দাপ্তরিক টেলিগ্রাম একাউন্টে তিনি লিখেছেন, “কেন ‘যদি’? আপনি কি ভিডিওটি দেখেননি?” কাদিরভ প্রায়ই নিজেকে পুতিনের ‘পদাতিক সৈন্য’ হিসেবে তুলে ধরেন। তিনি কিইভ অঞ্চলে রাশিয়ার আক্রমণকারী বাহিনীর অংশ হিসেবে ব্যাপক অস্ত্রসজ্জিত চেচেন সেনাদের ভিডিও পোস্ট করেছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বারবার তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনলেও তিনি সেসব অস্বীকার করেছেন। চেচেনিয়া রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি মুসলিম প্রধান এলাকা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর চেচেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দুইবার যুদ্ধ করে মস্কো। কিন্তু তারপর অঞ্চলটির পুনর্গঠনের জন্য প্রচুর অর্থ ঢালে তারা এবং কাদিরভকে অনেকটা স্বায়ত্তশাসনের অধিকার দেয়। ইউক্রেইনকে নিরস্ত্রীকরণ ও ‘নাৎসি’ মুক্ত করতে সেখানে তারা ‘বিশেষ অভিযান’ চালাচ্ছে বলে বলে দাবি করেছে ক্রেমলিন। অপরদিকে এটিকে যুদ্ধের ভিত্তিহীন অজুহাত বলে অভিহিত করেছে ইউক্রেইন ও তাদের পশ্চিমা মিত্ররা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে গিয়েছিলাম, জানালেন চেচেন নেতা কাদিরভ

আপডেট সময় : ০২:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা ও দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মিত্র রমজান কাদিরভ জানিয়েছেন, কিইভে আক্রমণরত চেচেন সেনাদের সঙ্গে দেখা করতে ইউক্রেনে গিয়েছিলেন তিনি। রয়টার্স জানিয়েছে, কাদিরভ ইউক্রেইনে ছিলেন না লড়াই চলাকালে সেখানে গিয়েছিলেন তারা তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। চেচেন টেলিভিশন চ্যানেল গ্রোজনি রোববার তাদের টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে, এতে কাদিরভকে অন্ধকার একটি ঘরে চেচেন সেনাদের সঙ্গে সামরিক অভিযান নিয়ে কথা বলতে দেখা গেছে। ইউক্রেইনের রাজধানী থেকে ৭ কিলোমিটার দূরে বৈঠকটি হয়েছিল বলে জানিয়েছে তারা। তবে বৈঠকটি কবে এবং কোথায় হয়েছিল, পোস্টে তা পরিষ্কারভাবে বলা হয়নি।
পরে কাদিরভ অন্য একটি পোস্ট নিয়ে মজা করেছেন যেখানে তিনি কিইভ অঞ্চলে গিয়েছিলেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। নিজেদের দাপ্তরিক টেলিগ্রাম একাউন্টে তিনি লিখেছেন, “কেন ‘যদি’? আপনি কি ভিডিওটি দেখেননি?” কাদিরভ প্রায়ই নিজেকে পুতিনের ‘পদাতিক সৈন্য’ হিসেবে তুলে ধরেন। তিনি কিইভ অঞ্চলে রাশিয়ার আক্রমণকারী বাহিনীর অংশ হিসেবে ব্যাপক অস্ত্রসজ্জিত চেচেন সেনাদের ভিডিও পোস্ট করেছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বারবার তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনলেও তিনি সেসব অস্বীকার করেছেন। চেচেনিয়া রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি মুসলিম প্রধান এলাকা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর চেচেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দুইবার যুদ্ধ করে মস্কো। কিন্তু তারপর অঞ্চলটির পুনর্গঠনের জন্য প্রচুর অর্থ ঢালে তারা এবং কাদিরভকে অনেকটা স্বায়ত্তশাসনের অধিকার দেয়। ইউক্রেইনকে নিরস্ত্রীকরণ ও ‘নাৎসি’ মুক্ত করতে সেখানে তারা ‘বিশেষ অভিযান’ চালাচ্ছে বলে বলে দাবি করেছে ক্রেমলিন। অপরদিকে এটিকে যুদ্ধের ভিত্তিহীন অজুহাত বলে অভিহিত করেছে ইউক্রেইন ও তাদের পশ্চিমা মিত্ররা।