আন্তর্জাতিক ডেস্ক : ফের ক্ষমতায় এলে ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘আমাকে সম্প্রতি এটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। বলেছি, আমি ক্ষমতায় আসলে বিষয়টি দেখবো।’ তিনি বলেন, ‘আমাদের সবারই ইউক্রেনের প্রতি সহানুভূতি আছে।’ আগামী ১ নভেম্বর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইসরায়েল কিয়েভকে অস্ত্র সরবরাহের জন্য প্রস্তুত বলে প্রতীয়মান হচ্ছে। খুবই বেপরোয়া একটি পদক্ষেপ। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ধ্বংস করে দেবে।’ আল জাজিরার খবরে বলা হয়েছে, হেলমেটসহ মানবিক সহায়তা পাঠালেও এখন পর্যন্ত ইউক্রেনে সরাসরি কোনও অস্ত্র পাঠায়নি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, মেদভেদেভের বক্তব্যের বিষয়ে তার দফতর কোনও মন্তব্য করবে না। এমন পরিস্থিতিতেই ক্ষমতায় এলে ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা বিবেচনার কথা জানিয়েছেন নেতানিয়াহু।