ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

ইউক্রেনে অষ্টম দফায় বড় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৪

  • আপডেট সময় : ০২:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আট সপ্তাহের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো এ ধরনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। এ হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। খবর বিবিসির।
ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বিঘিœত হয়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে। দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ওদেসা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অবশ্য আগের হামলাগুলোর তুলনায় সবশেষ হামলায় তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর এবারের হামলা চালানো হলো। ইউক্রেন বলেছে, রাশিয়ার ছোড়া ৭০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি তারা ভূপাতিত করতে পেরেছে। তবে মস্কো বলেছে, তারা ১৭টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
গত সোমবার রাতের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলার ফলে প্রতিবেশী মলদোভায়ও বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়েছে। তিনি বলেন, রাশিয়ার এ ধরনের ব্যাপক সন্ত্রাসী হামলা কেবল ইউক্রেনের জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্যই হুমকি, যা আবারও প্রমাণিত হলো। রাশিয়ার আগের হামলাগুলোয় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে লাখ লাখ ইউক্রেনীয়কে বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় পড়তে হয়েছে। তারা ঘর গরম রাখতে পারছে না। ইতিমধ্যে দেশটিতে শীত মৌসুম শুরু হয়েছে। রাশিয়া এ ধরনের হামলার পরিকল্পনা করছে বলে কয়েক দিন ধরে সতর্ক করা হচ্ছিল। শেষ পর্যন্ত রাশিয়ার অনেক ভেতরে অবস্থিত দুটি বিমানঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হলো। রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনীয় ড্রোন ঠেকিয়ে দিলে ওই বিস্ফোরণ হয় বলে দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিস্ফোরণের ঘটনায় তিন সেনা নিহত হয়েছেন। দুটি উড়োজাহাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় গত ১০ অক্টোবর ব্যাপক আকারের সমন্বিত হামলা শুরু করে রাশিয়া। এরপর দেশটির প্রায় অর্ধেক বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। দেশটিতে শীতকালে তাপমাত্রাও শূন্যতে গিয়ে ঠেকেছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে অষ্টম দফায় বড় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৪

আপডেট সময় : ০২:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আট সপ্তাহের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো এ ধরনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। এ হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। খবর বিবিসির।
ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বিঘিœত হয়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে। দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ওদেসা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অবশ্য আগের হামলাগুলোর তুলনায় সবশেষ হামলায় তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর এবারের হামলা চালানো হলো। ইউক্রেন বলেছে, রাশিয়ার ছোড়া ৭০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি তারা ভূপাতিত করতে পেরেছে। তবে মস্কো বলেছে, তারা ১৭টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
গত সোমবার রাতের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলার ফলে প্রতিবেশী মলদোভায়ও বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়েছে। তিনি বলেন, রাশিয়ার এ ধরনের ব্যাপক সন্ত্রাসী হামলা কেবল ইউক্রেনের জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্যই হুমকি, যা আবারও প্রমাণিত হলো। রাশিয়ার আগের হামলাগুলোয় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে লাখ লাখ ইউক্রেনীয়কে বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় পড়তে হয়েছে। তারা ঘর গরম রাখতে পারছে না। ইতিমধ্যে দেশটিতে শীত মৌসুম শুরু হয়েছে। রাশিয়া এ ধরনের হামলার পরিকল্পনা করছে বলে কয়েক দিন ধরে সতর্ক করা হচ্ছিল। শেষ পর্যন্ত রাশিয়ার অনেক ভেতরে অবস্থিত দুটি বিমানঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হলো। রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনীয় ড্রোন ঠেকিয়ে দিলে ওই বিস্ফোরণ হয় বলে দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিস্ফোরণের ঘটনায় তিন সেনা নিহত হয়েছেন। দুটি উড়োজাহাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় গত ১০ অক্টোবর ব্যাপক আকারের সমন্বিত হামলা শুরু করে রাশিয়া। এরপর দেশটির প্রায় অর্ধেক বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন। দেশটিতে শীতকালে তাপমাত্রাও শূন্যতে গিয়ে ঠেকেছে।