ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ইউক্রেনের সঙ্গে আফগানিস্তানের তুলনা হিলারির

  • আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সঙ্গে ১৯৭৯ সালে আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের হামলার মিল পাচ্ছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইউক্রেনকে সহায়তা করে আফগানিস্তানের মতো ফলাফল পাওয়া যেতে পারে বলে দাবি তাঁর। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।
স্থানীয় সময় সোমবার মার্কিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি এসব কথা বলেন। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়তে ওয়াশিংটন যেভাবে আফগানিস্তানের মুজাহিদিনদের সমর্থন ও সহযোগিতা করেছিল, ঠিক সেভাবে কিয়েভে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র দিলে ইউক্রেনে একই ফলাফল পাওয়া যাবে।
হিলারি ক্লিনটন বলেন, মনে রাখবেন, ১৯৭৯ সালে সোভিয়েত যখন আফগানিস্তানে আগ্রাসন চালায়, তখনো কোনো দেশই আফগানিস্তানে রুশদের বিরুদ্ধে লড়তে যায়নি। তবে অনেক দেশ আফগান মুজাহিদিনদের অস্ত্র ও পরামর্শ দিয়েছিল। এমনকি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কিছু উপদেষ্টা দেওয়া ছিল। হিলারি ক্লিনটন স্মরণ করিয়ে বলেন, ‘সামরিক দিক বিবেচনায় পরাশক্তি হওয়ার পরও আফগানিস্তানে ভালোভাবে যুদ্ধ শেষ করতে পারেনি সোভিয়েত ইউনিয়ন। আমরা এর অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখেছি। তবে বাস্তবে যা ঘটেছে তা হলো, মুজাহিদিনদের অর্থ-অস্ত্র দেওয়ার কারণেই মূলত সোভিয়েত আফগানিস্তান ছেড়েছে।’
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর হেরে যাওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া সহযোগিতা করেছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসা হিলারি আফগানিস্তানের সঙ্গে ইউক্রেনের তুলনায় সমস্যা দেখেন। কারণ, ইউক্রেনে রাশিয়াবিরোধী লড়াই ও আফগানিস্তানের সোভিয়েতবিরোধী লড়াই এক নয়। হিলারি ক্লিনটন আরও বলেন, আগে একটা বিষয় সম্পর্কে স্পষ্ট হতে হবে যে রাশিয়ার সামরিক বাহিনীর সক্ষমতা অনেক বেশি। অবশ্যই আফগানিস্তানেও তারা এই ক্ষমতা প্রয়োগ করে। তবে আকাশপথে ব্যাপক সামরিক শক্তি থাকা সত্ত্বেও সিরিয়ায় সরকারবিরোধীদের হারাতে বছরের পর বছর সময় লেগেছে রাশিয়ার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউক্রেনের সঙ্গে আফগানিস্তানের তুলনা হিলারির

আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সঙ্গে ১৯৭৯ সালে আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের হামলার মিল পাচ্ছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইউক্রেনকে সহায়তা করে আফগানিস্তানের মতো ফলাফল পাওয়া যেতে পারে বলে দাবি তাঁর। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।
স্থানীয় সময় সোমবার মার্কিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি এসব কথা বলেন। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়তে ওয়াশিংটন যেভাবে আফগানিস্তানের মুজাহিদিনদের সমর্থন ও সহযোগিতা করেছিল, ঠিক সেভাবে কিয়েভে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র দিলে ইউক্রেনে একই ফলাফল পাওয়া যাবে।
হিলারি ক্লিনটন বলেন, মনে রাখবেন, ১৯৭৯ সালে সোভিয়েত যখন আফগানিস্তানে আগ্রাসন চালায়, তখনো কোনো দেশই আফগানিস্তানে রুশদের বিরুদ্ধে লড়তে যায়নি। তবে অনেক দেশ আফগান মুজাহিদিনদের অস্ত্র ও পরামর্শ দিয়েছিল। এমনকি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কিছু উপদেষ্টা দেওয়া ছিল। হিলারি ক্লিনটন স্মরণ করিয়ে বলেন, ‘সামরিক দিক বিবেচনায় পরাশক্তি হওয়ার পরও আফগানিস্তানে ভালোভাবে যুদ্ধ শেষ করতে পারেনি সোভিয়েত ইউনিয়ন। আমরা এর অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখেছি। তবে বাস্তবে যা ঘটেছে তা হলো, মুজাহিদিনদের অর্থ-অস্ত্র দেওয়ার কারণেই মূলত সোভিয়েত আফগানিস্তান ছেড়েছে।’
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর হেরে যাওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া সহযোগিতা করেছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসা হিলারি আফগানিস্তানের সঙ্গে ইউক্রেনের তুলনায় সমস্যা দেখেন। কারণ, ইউক্রেনে রাশিয়াবিরোধী লড়াই ও আফগানিস্তানের সোভিয়েতবিরোধী লড়াই এক নয়। হিলারি ক্লিনটন আরও বলেন, আগে একটা বিষয় সম্পর্কে স্পষ্ট হতে হবে যে রাশিয়ার সামরিক বাহিনীর সক্ষমতা অনেক বেশি। অবশ্যই আফগানিস্তানেও তারা এই ক্ষমতা প্রয়োগ করে। তবে আকাশপথে ব্যাপক সামরিক শক্তি থাকা সত্ত্বেও সিরিয়ায় সরকারবিরোধীদের হারাতে বছরের পর বছর সময় লেগেছে রাশিয়ার।