প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার সামরিক অভিযানে ২৫ লাখের বেশি ইউক্রেনিয়ান শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। যুক্তরাষ্ট্র শরণার্থীদের নিবে কিনা এমন প্রশ্নের উত্তরে অট্টহাসি দিয়ে সমালোচনায় পড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
গত বৃহস্পতিবার ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দজেই দুদার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
সংবাদ সম্মেলনে এক সংবাদিক প্রশ্ন রেখেছিলেন-যুক্তরাষ্ট্র কি ইউক্রেনের শরণার্থী নেবে? পোল্যান্ডের প্রেসিডেন্ট কি যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করবেন?
প্রশ্নকর্তা প্রশ্ন শেষ করার পর কমলা হ্যারিস প্রথমে পোল্যান্ডের প্রেসিডেন্টের দিকে তাকান, দৃশ্যত তার অপেক্ষা ছিল উত্তরটি দুদাই আগে দেবেন কি না? এরপর নিজেই স্বগতোক্তি করেন ‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু’, তারপর হাসিতে ফেটে পড়েন। কমলার এই হাসির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার তুমুল সমালোচনা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার সহযোগী জর্জ পাপাডোপোলাস এক টুইটে লিখেন, শরণার্থীদের নিয়ে আলোচনা কোনো হাসির বিষয় নয়। টুইটারে একজন লিখেছেন-‘‘এটা অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। এখানে হাসির কী আছে।?’’ আরেকজন লিখেছেন,‘দুর্গত মানুষদের নিয়ে এমন হাসি আমরা গত ৮০ বছরেও দেখিনি।’
ইউক্রেনের শরণার্থী প্রশ্নে অট্টহাসি কমলার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ